ভেঙে গেল যশস্বীর পাঁচ বছরের পুরনো বিশ্বরেকর্ড, ভাঙলেন ১৭ বছরের কোন ব‍্যাটার?

বিশ্বরেকর্ড হাতছাড়া হয়ে গেল যশস্বী জয়সওয়ালের। তাঁরই মুম্বইয়ের আয়ুষ মাত্রে গড়লেন নতুন নজির। লিস্ট ‘এ’ ক্রিকেটে (৫০ ওভারের ম্যাচ) সবচেয়ে কম বয়সে ১৫০ বা তার বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন তিনি।

মঙ্গলবার বিজয় হজারে ট্রফির ম্যাচে নাগাল্যান্ডের মুখোমুখি হয়েছিল মুম্বই। সেই ম্যাচে ১১৭ বলে ১৮১ রানের আগ্রাসী ইনিংস খেলেন আয়ুষ। তাঁর ইনিংসে রয়েছে ১১টি ছয় এবং ১৫টি চার। ১৭ বছর ১৬৮ দিন বয়সে এই ইনিংস খেললেন আয়ুষে। আর তাতেই ভেঙে গিয়েছে যশস্বীর পাঁচ বছরের পুরনো বিশ্বরেকর্ড। ২০১৯ সালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়ার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ২৯১ দিন। এই তালিকায় তৃতীয় স্থানে রইলেন রবিন উথাপ্পা। তিনি ১৯ বছর ৬৩ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছিলেন।

চলতি মরসুমেই মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে আয়ুষের। রঞ্জি ট্রফিতেও সাফল্য পেয়েছিলেন তিনি। ভাল খেলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও (টি-টোয়েন্টি)। মুম্বইয়ের হয়ে অবশিষ্ট ভারত দলের বিরুদ্ধে খেলেছেন ইরানি কাপও।

এ দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৪০৩ রান করে মুম্বই। আয়ুষ ছাড়াও ভাল রান করেছেন অধিনায়ক শার্দূল ঠাকুর। তাঁর ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস। ২টি চার এবং ৮টি ছয় মারেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে নাগাল্যান্ড করে ৯ উইকেটে ২১৪। ৯৭ বলে ১০৪ রানের ইনিংস খেলেও দলকে জয়ের কাছাকাছি নিয়ে যেতে পারেননি জগদীশ সুচিথ। নাগাল্যান্ডের তিন ব্যাটার আউট হন শূন্য রানে। দু’অঙ্কের রান করতে পারেননি আট জন ব্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.