মেয়েদের আইপিএলের নিলামে নজর ছিল ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের দিকে। তাঁরা কত দাম পান, বা তাঁদের নিয়ে কতটা কাড়াকাড়ি হয়, সে দিকেই লক্ষ্য রেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা। নিলামে দেখা গেল, কয়েক জন ভাল দাম পেলেন। কয়েক জনকে নিয়ে আবার বেশি উৎসাহ দেখালেন না দলগুলি। বিশ্বকাপে ভারতীয় দলে খেলা ১৩ ক্রিকেটার মোট ২১ কোটি ৪০ লক্ষ টাকা দাম পেলেন।
বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন ১৫ জন ক্রিকেটার। পরে প্রতীকা রাওয়াল চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁর বদলে আসেন শেফালি বর্মা। প্রতীকা এখনও চোটেই রয়েছেন। ফলে তাঁকে এই তালিকায় রাখা হয়নি। বদলে শেফালি জায়গা পেয়েছেন। ভারতীয় দলে থাকা উমা ছেত্রী ও অরুন্ধতী রেড্ডি কোনও ম্যাচ খেলেননি। ফলে তাঁদেরও রাখা হয়নি তালিকায়। বিশ্বকাপজয়ী দলের ১৩ জনের তালিকা দেওয়া হল।
স্মৃতি মন্ধানা (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ৩ কোটি ৫০ লক্ষ)— মন্ধানাকে আগেই ধরে রেখেছিল বেঙ্গালুরু। তিনিই দলের অধিনায়ক।
হরমনপ্রীত কৌর (মুম্বই ইন্ডিয়ান্স, ২ কোটি ৫০ লক্ষ)— ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককেও ধরে রেখেছিল মুম্বই। সেই দলেও তিনিই অধিনায়ক।
শেফালি বর্মা (দিল্লি ক্যাপিটালস, ২ কোটি ২০ লক্ষ)— শেফালিকেও ধরে রেখেছিল দিল্লি।
জেমাইমা রদ্রিগেজ় (দিল্লি ক্যাপিটালস, ২ কোটি ২০ লক্ষ)— শেফালির মতো জেমাইমাকেও দিল্লি ধরে রেখেছিল।
আমনজ্যোৎ কৌর (মুম্বই ইন্ডিয়ান্স, ১ কোটি)— হরমনপ্রীতদের দল ধরে রেখেছিল এই অলরাউন্ডারকে।
রিচা ঘোষ (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২ কোটি ৭৫ লক্ষ)— ভারতের বিশ্বকাপজয়ী দলের উইকেটরক্ষক বাংলার রিচাকে আগে থেকেই ধরে রেখেছিল বেঙ্গালুরু।
দীপ্তি শর্মা (ইউপি ওয়ারিয়র্জ়, ৩ কোটি ২০ লক্ষ)— এ বারের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছেন দীপ্তি। ৫০ লক্ষ টাকায় তাঁকে প্রথমে কিনেছিল দিল্লি। পরে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ৩ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে নেয় পুরনো দল ইউপি।
রাধা যাদব (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ৬৫ লক্ষ)— গত বার দিল্লিতে ছিলেন। এ বার মন্ধানা, রিচাদের দলে খেলবেন রাধা।
ক্রান্তি গৌড় (ইউপি ওয়ারিয়র্জ়, ৫০ লক্ষ)— গত বার ছিলেন মুম্বইয়ে। এ বার তাঁকে কিনেছে ইউপি।
শ্রী চরণি (দিল্লি ক্যাপিটালস, ১ কোটি ৩০ লক্ষ)— এই স্পিনারকে নিতে কাড়াকাড়ি হয়েছে নিলামে। শেষ পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়দের দিল্লি কিনেছে তাঁকে।
রেণুকা সিংহ (গুজরাত জায়ান্টস, ৬০ লক্ষ)— গত বার বেঙ্গালুরুতে ছিলেন। এ বার গুজরাতের হয়ে খেলবেন এই পেসার।
স্নেহ রানা (দিল্লি ক্যাপিটালস, ৫০ লক্ষ)— গত বার গুজরাতে ছিলেন। এ বার দিল্লির জার্সি গায়ে দেখা যাবে তাঁকে।
হরলীন দেওল (ইউপি ওয়ারিয়র্জ়, ৫০ লক্ষ)— গত বার গুজরাতে ছিলেন। এ বার দীপ্তিদের দলে খেলতে দেখা যাবে হরলীনকে।

