World Athletics U20 Championships: পদকের আশা জাগিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারদের

জোরকদমে কেনিয়ার নাইরোবিতে চলছে বিশ্ব অ্যাথলেটিক্স অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ। ইতিমধ্যেই সাইলি সিং, রোহন কাম্বলেরা। শুক্রবার আশা ছিল পদকের। তবে পদকের আশা জাগিয়েও খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতীয় অ্যাথলিট কুওয়ার অজয় রাজ সিং রানা ও জয় কুমারকে।

২০১৬ সালে এই অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপেই সোনা জিতে শুরু হয়েছিল নীরজ চোপড়া যাত্রা। তাই পাঁচ বছর পরে আবারও জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে অংশ নেওয়া দুই ভারতীয়র কাছ থেকেই অনেকটা একই রকম প্রত্যাশা ছিল দেশের জনগণের। নিজের চতুর্থ প্রয়াসে ৭৩.৬৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়ার পর অল্প সময়ের জন্য হলেও পদকের আশা জাগিয়েছিলেন অজয় রানা। নিজের সর্বকালের সেরা ৭৪.৭৫ মিটার ছুড়তে পারলেই রানা পদক নিশ্চিত করতেন, তবে পঞ্চম ও ষষ্ঠ প্রয়াসে ৭৩.৬৮ মিটারের গন্ডি পেরোতে পারেননি তিনি।ট্রেন্ডিং স্টোরিজ

দেশের জনসাধারণের প্রত্যাশা মতো পদক জিততে ব্যর্থ হলেও সম্মানজনক পঞ্চম স্থানে শেষ করেন রানা। অপরদিকে, জয় কুমার ৭০.৭৪ মিটার ছুড়ে রানার ঠিক পড়েই ষষ্ঠ স্থানে শেষ করেন। অন্যান্য ইভেন্টে নন্দিনী আগাসারা ১০০ মিটার হার্ডেলে সেমিফাইনালে ষষ্ঠ স্থানে শেষ করেন। ফাইনালে যোগ্যতা অর্জন করতে তাঁকে প্রথম চারের মধ্যে শেষ করতে হত। ৩০০ মিটার স্টেপেলচেজে সুমিত জলিয়া নিজের হিটে ১১ ও সব মিলিয়ে ২২তম স্থানে শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.