বেতন বৃদ্ধি, ২০ বছর ধরে কর্মরত অস্থায়ী কর্মীদের জন্য বিশেষ ভাবনাচিন্তা করা, অস্থায়ী কর্মীদের ছুটি সংক্রান্ত বিষয় সহ একাধিক দাবিতে গারুলিয়া পৌরসভার প্রায় ৪০০ জন অস্থায়ী শ্রমিক বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘটে সামিল হলেন। সেই সঙ্গে এদিন অস্থায়ী সাফাই কর্মীরা গাড়ুলিয়া পৌরসভার সামনে তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখান। ধর্মঘটে সামিল কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা তাদের দাবিগুলি পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই তারা বাধ্য হয়ে এদিন ধর্মঘটের ডাক দিয়েছে।
এদিন আন্দোলনকারীরা বলেন, “আমরা দীর্ঘ বছর ধরে এই পৌরসভায় অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছি। আমাদের স্থায়ী করা হচ্ছে না, এমনকি বেতন বাড়ানোও হচ্ছে না। এতে আমাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। আমাদের অন্তত ১৫ হাজার টাকা করে মাসে বেতন দিতে হবে। ১০০ টাকা বা ২০০ টাকা রোজ আর কাজ করতে পারছি না।”
অপর দিকে পৌরসভায় হঠাৎ করে ধর্মঘট ডাকায় পাল্টা ক্ষোভ প্রকাশ করলেন পৌর প্রধান রমেন দাস। তিনি বলেন, “রোজার মাসে এমন ভাবে ধর্মঘট ডাকার কোনো অর্থ হয় না। ওদের কথা কেউ শুনবে না। তেমন সমস্যা হলে আমার সাথে আলোচনা করা উচিত ছিল। সেটাও না করে কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু পৌরসভার কাজ চলছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। আসলে বাইরে থেকে কেউ ওদের উস্কানি দিচ্ছে।”