Women’s World Cup: সব থেকে সফল দল কারা? ভারত কতবার ফাইনালে ওঠে? মেয়েদের বিশ্বকাপ শুরুর আগে চোখ রাখুন ১০টি তথ্যে

১. এই নিয়ে মোট ১২ বার বসছে আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপের আসর। ১৯৭৩ সালে প্রথমবার আয়োজিত হয় মেয়েদের বিশ্বকাপ। শেষবার টুর্নামেন্ট খেলা হয় ২০১৭ সালে। কাকতলীয়ভাবে প্রথম এবং শেষ, দু’টি বিশ্বকাপই অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে।

২. অস্ট্রেলিয়া সব থেকে বেশি ৬ বার মেয়েদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারা খেতাব জিতেছে ১৯৭৮, ১৯৮২, ১৯৮৮, ১৯৯৭, ২০০৫ ও ২০১৩ সালে। এছাড়া ১৯৭৩ ও ২০০০ সালে আরও দু’বার তারা রানার্স হয়।ট্রেন্ডিং স্টোরিজ

৩. ১৯৭৩ ও ১৯৭৮ সালের প্রথম দু’টি সংস্করণে ফাইনাল ম্যাচ খেলা হয়নি। লিগের ফলাফলের নিরিখে চ্যাম্পিয়ন ও রানার্স নির্ধারণ করা হয়।

৪. ইংল্যান্ড ১৯৭৩, ১৯৯৩, ২০০৯ ও ২০১৭ সালে মোট চারবার বিশ্বচ্যাম্পিয়ন হয়। এছাড়া তারা ১৯৭৮, ১৯৮২, ১৯৮৮ সালে মোট তিনবার রানার্স হয়।

৫. নিউজিল্যান্ড ২০০০ সালে একবার মাত্র বিশ্বচ্যাম্পিয়ন হয়। তারা ১৯৯৩, ১৯৯৭ ও ২০০৯ সালে মোট তিনবার রানার্স হয়।

৬. ইংল্যাল্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া আর কোনও দেশে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ জেতেনি।

৭. ভারত ২০০৫ ও ২০১৭ সালে মোট দু’বার বিশ্বকাপের ফাইনালে ওঠে। দু’বারই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।

৮. ওয়েস্ট ইন্ডিজ ২০১৩ সালে একবার মাত্র বিশ্বকাপের ফাইনালে ওঠে। তবে তাদের রানার্স হয়েই থেকে যেতে হয়।

৯. এখনও পর্যন্ত ইংল্যান্ডে তিনবার (১৯৭৩, ১৯৯৩ ও ২০১৭), ভারতে তিনবার (১৯৭৮, ১৯৯৭ ও ২০১৩), অস্ট্রেলিয়ায় দু’বার (১৯৮৮ ও ২০০৯), দক্ষিণ আফ্রিকায় একবার (২০০৫) এবং নিউজিল্যান্ডে দু’বার (১৯৮২ ও ২০০০) মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ আয়োজিত হয়েছে। এবার মেয়েদের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে নিউজিল্যান্ডে। সুতরাং, এই নিয়ে নিউজিল্যান্ডে মোট তিনবার বসতে চলেছে মেয়েদের বিশ্বকাপের আসর।

১০. ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া আর কোনও দেশ প্রতিটি বিশ্বকাপে অংশ নেয়নি। ভারত এই নিয়ে মোট ১০ বার বিশ্বকাপ খেলতে চলেছে। বাংলাদেশ এই প্রথমবার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে অংশ নিতে চলেছে। পাকিস্তান বিশ্বকাপ খেলতে চলেছে মোট ৫ বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.