বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে সবে মাত্র। তাতেই বিপত্তি অস্ট্রেলিয়া শিবিরে। করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে ছিটকে যান নির্ভরযোগ্য অল-রাউন্ডার অ্যাশলেই গার্ডনার। ফলে তাঁর সাময়িক পরিবর্ত হিসেবে নতুন ক্রিকেটার দলে নিতে হয় অজিদের।
চলতি মহিলা বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি গার্ডনারের বদলে অল-রাউন্ডার হেথার গ্রাহামকে দলে নেওয়ার অনুমতি দিয়েছে। দেশের হয়ে ৩টি টেস্ট, ৪২টি ওয়ান ডে ও ৫১টি আন্তর্জাতিক টি-২০ খেলা গার্ডনার গত ৩ মার্চ করোনা পজিটিভ চিহ্নিত হন। ফলে তাঁকে আইসিসি ও নিউজিল্যান্ড সরকারের করোনা প্রোটোকল অনুযায়ী অন্ততপক্ষে ১০ দিনের জন্য আইসোলেশনে চলে যেতে হয়।ট্রেন্ডিং স্টোরিজ
অন্যদিকে গ্রাহাম আন্তর্জাতিক ক্রিকেটে নিতান্ত অনভিজ্ঞ। তিনি এখনও পর্যন্ত ১টি মাত্র ওয়ান ডে খেলেছেন দেশের হয়ে। ২০১৯ সালে ব্রিসবেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচটিতে ৪ রান করার পাশাপাশি ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন তিনি।
করোনা আক্রান্ত ক্রিকেটার যতদিন না পুরোপুরি সুস্থ হয়ে স্কোয়াডে ফিরছেন এবং মাঠে নামার মতো পরিস্থিতিতে পৌঁছচ্ছেন, ততদিন ট্রাভেলিং রিজার্ভ থেকে নতুন কোনও ক্রিকেটারকে সাময়িক পরিবর্ত হিসেবে দলে নেওয়ার অনুমতি দেওয়া হয়।
উল্লেখ্যে, টুর্নামেন্ট শুরুর আগেই করোনা আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি গার্ডনার।