Woman Reservation Bill: সর্বসম্মতিতে রাজ্যসভায় পাস মহিলা সংরক্ষণ বিল…

‘সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ’। ধ্বনি ভোটে এবার রাজ্যসভায়ও পাস হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। ‘এই বিল দেশের নারীশক্তিকে অনুপ্রাণিত করবে’, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার থেকে সংসদের বিশেষ অধিবেশন। মেয়াদ ৫ দিন। যেদিন প্রথম অধিবেশন বসে, সেদিনই সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রধামন্ত্রী। কেন? সূত্রের সোমবার ঘণ্টা দুয়েকের সেই বৈঠকেই মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। স্রেফ নয়া সংসদ ভবনের উদ্বোধনই নয়, মঙ্গলবার বিলটি পেশ করা হয় লোকসভা এবং তা পাসও হয়ে যায়।

ব্যবধান মাত্র ১ দিনের। এদিন মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হয় রাজ্যসভায়। শেষপর্যন্ত ধ্বনি ভোটে পাস হয় বিল। পক্ষে ভোটে রাজ্যসভার ২১৫ জন সাংসদই। একটি ভোটও পড়েনি বিপক্ষে। এখন শুধুমাত্র রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা। আইনে পরিণত হওয়ার পথে মহিলা সংরক্ষণ বিল।

তখন কেন্দ্রের ক্ষমতায় ইউপিএ জোট। প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০১০ সালে রাজ্যসভায় পাস হয়েছিল মহিলা সংরক্ষণ বিল। কিন্তু লোকসভায় বিলটি পেশ করা হয়। মোদী জমানায় এবার খানিক পরিবর্তন করে বিল পাস হল সংসদে। রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিলেই অবশ্য সংসদ ও বিধানসভায় এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ পাবেন না মহিলারা। অপেক্ষা করতে হবে ২০২৯ সাল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.