দক্ষিণবঙ্গের ওপর থেকে এবছরের মতো সরছে দুর্যোগ। এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বঙ্গোপসাগরে সৃষ্ট যে নিম্নচাপটির জন্য সোমবার থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেটি আপাতত বিহারের ওপর অবস্থান করছে। পূর্বাভাস অনুসারে নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। তবে আগামী কাল ও পরশু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
নিম্নচাপ বিহারের ওপরে সরে যাওয়ায় মঙ্গলবার বেলা বাড়তে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি থেমেছে। তবে এখনো মেঘাচ্ছন্ন আকাশ। তবে উপকূলবর্তী ২ জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় এখনো নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। পূর্বাভাস অনুসারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুরেও।ট্রেন্ডিং স্টোরিজ
ওদিকে নিম্নচাপটি আগামিকাল দিক পরিবর্তন করে উত্তরবঙ্গের দিকে এগোতে থাকবে। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে শুরু হয়েছে প্রবল বর্ষণ। যার জেরে ফুঁসছে পাহাড়ি নদীগুলি। পুজোর পর পাহাড়ে বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন বহু পর্যটক। পূর্বাভাস অনুসারে বুধবারও উত্তরবঙ্গে চলবে ভারী বর্ষণ। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে নিম্নচাপের প্রভাব কাটলে রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় নেবে বর্ষা।