Winter Update: ফের গভীর নিম্নচাপ, শীতের পথে বাধা বৃষ্টি!

 ইতোমধ্যেই বাংলায় শীতের আমেজ। তাহলে কী শীঘ্রই পড়বে হাড়হিম ঠান্ডা!

  

2/9

শীতের পথে রয়েছে বড় বাধা। বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। 

 

3/9

শীতের আমেজের মাঝেই বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। 

  

4/9

এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলেও, তা শীতের পথে বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা অনেকটাই কমেছে। 

  

5/9

তবে নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

  

6/9

বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দু’এক জেলায়। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। 

  

7/9

পরবর্তী ২৪ ঘণ্টাতেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। 

  

8/9

শনিবার বৃষ্টির সম্ভাবনা উপকূলে। সপ্তাহের শেষে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলাগুলিতে। 

  

9/9

মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা। তবে জমিয়ে শীতের আমেজ এখনই নয় রাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.