কলকাতায় জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছু দিন বাকি রয়েছে, সেভাবে ঠাণ্ডা বাড়বে না দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তুলনামূলকভাবে ঠাণ্ডা কমই থাকবে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। যদিও শনিবার সকালে আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে কলকাতার তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এই মরশুমে ফের একবার শীতলতম দিন উপভোগ করল তিলোত্তমা। একইসঙ্গে শীতের আমেজ ফিরল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে, শনিবার সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে ফিরেছে শীতের আমেজ। ঠাণ্ডাও বেশ ভালোই মালুম হয়েছে। আগামী সপ্তাহ থেকে শীত আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।