আজ পৌষমাসের প্রথম দিন। আর এরই মাঝএ গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভইন্ন জেলায় যেই ঠান্ডা পড়েছে, তাতে শীতের আমেজে মজেছে বঙ্গবাসী। এই পরিস্থিতি পৌষের সূচনাতেও শীতের ঝোড়ো ব্যাটিং বজায় থাকবে বলেই জানা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার প্রধানত আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি ক্রমেই আরও নিম্নমুখী হতে পারে তাপমাত্রার পারদ। মাঝে তাপমাত্রা কিছুটা বাড়লেও ফের নামবে পারদ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ডিগ্রি এবং ১৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শেষ দুই দিনে তাপমাত্রা আরও এক ডিগ্রি কমে ১৩ ডিগ্রির ঘরে যেতে পারে। নতুন সপ্তাহের প্রথম তাপমাত্রা আরও কমে ১২ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷ ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে আঘামী সপ্তাহে তাপমাত্রার পারদ ১২ ডিগ্রির ঘরে যাওয়ার পর ফের সামান্য উষ্ণতা বাড়তে পারে কলকাতায়। তবে সেই উষ্ণতা কাটিয়ে উঠে ফের জাঁকিয়ে ফিরবে ঠান্ডা। বড়দিন এবং বছর শেষের উৎসবে শীতের আমেজ থাকবে ভরপুর। গত দুই বছর করোনা আবহে বড়দিন বা বর্ষবরণ পালন করা যায়নি সেভাবে। তবে এবার রাজ্য সরকার বিধি শিথিল রয়েছে। এই আবহে শীতে কাঁপতে কাঁপতে ঠিক আগের মতো উতসবে মজতে মুখিয়ে বঙ্গবাসী।