কমছে শীত,আজ থেকেই একাধিক জেলায় বর্ষণ,সরস্বতী পুজোর আগেরদিন রাজ্যজুড়ে হবে বৃষ্টি

1/7পশ্চিমী ঝঞ্জার জেরে আগামী মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রা। তারইমধ্যে বাঙালির জন্য কিছুটা সুখবর শুনিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের ধারণা, সরস্বতী পুজোর আগেরদিন অর্থাৎ শুক্রবার মূলত রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। বৃষ্টি হলেও বেশি হবে না। যদিও এখনও ছবিটা পুরোপুরি স্পষ্ট হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তিন ডিগ্রি কম। তবে রবিবারের থেকে একধাক্কায় পারদ উঠেছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলগুলিতেও শীতের আমেজ মালুম হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/7আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তিন ডিগ্রি কম। তবে রবিবারের থেকে একধাক্কায় পারদ উঠেছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলগুলিতেও শীতের আমেজ মালুম হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
হাওয়া অফিস: পশ্চিমী ঝঞ্জার জেরে বাধা পাবে উত্তুরে হাওয়া। তার জেরে মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/7হাওয়া অফিস: পশ্চিমী ঝঞ্জার জেরে বাধা পাবে উত্তুরে হাওয়া। তার জেরে মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে? আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। পরবর্তী চারদিনে অবশ্য তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে। আজ এবং আগামিকাল একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/7দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে? আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। পরবর্তী চারদিনে অবশ্য তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে। আজ এবং আগামিকাল একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
দক্ষিণবঙ্গে কবে কোন জেলায় বৃষ্টি হবে? বুধবার পর্যন্ত কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার অবশ্য দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/7দক্ষিণবঙ্গে কবে কোন জেলায় বৃষ্টি হবে? বুধবার পর্যন্ত কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার অবশ্য দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে? আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। পরবর্তী চারদিনে অবশ্য তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে। আজ এবং আগামিকাল একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে। (ছবি সৌজন্য, ফেসবুক @PiyushGoyalOfficial)
6/7উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে? আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। পরবর্তী চারদিনে অবশ্য তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে। আজ এবং আগামিকাল একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে। (ছবি সৌজন্য, ফেসবুক @PiyushGoyalOfficial)
উত্তরবঙ্গে কবে কোন জেলায় বৃষ্টি হবে? দার্জিলিং এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বর্ষণের পূর্বাভাস আছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। যা পরদিন বাড়বে। শুক্রবার আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/7উত্তরবঙ্গে কবে কোন জেলায় বৃষ্টি হবে? দার্জিলিং এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বর্ষণের পূর্বাভাস আছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। যা পরদিন বাড়বে। শুক্রবার আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.