পূর্বাভাস অনুযায়ী বাংলার উপর ফের দেখা দিয়েছে বৃষ্টির কাঁটা। শীতের শেষ লগ্নে পূর্ব ভারতের ওপর পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্পের জেরে আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি রাজ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যেই রাজ্যে ঠান্ডার দাপট কিছুটা কমতে শুরু করে দিয়েছে। আজকেও তাপমাত্রার পারদ চড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। মঙ্গলবার রৌদ্রজ্জ্বল দিনে তাপমাত্রার পারদ ২৬ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। এর আগে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুায়ী, উত্তরবঙ্গের জেলাগুলোতে ৩ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৪ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে ৩ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ৪ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে মনে করা হচ্ছে বৃষ্টির হাত ধরেই শীত বিদায় নিতে পারে বাংলা থেকে।