সোমবার থেকে কি লোকাল ট্রেনের টাইম টেবিল পালটাবে?সন্ধ্যা ৭ টায় পুরো পরিষেবা বন্ধ?

1/6আাগামিকাল (৩ জানুয়ারি) থেকে লোকাল ট্রেনের সময়সূচির কোনও পরিবর্তন হচ্ছে না। এমনটাই জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন শাখায় এতদিন যে সময়সূচি মেনে ট্রেন চলত, আগামিকাল থেকে সেই মতোই লোকাল ট্রেন চলবে। শুধুমাত্র সন্ধ্যা সাতটার পর কোনও লোকাল ট্রেন চলবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন শাখায় এতদিন যে সময়সূচি মেনে ট্রেন চলত, আগামিকাল থেকে সেই মতোই লোকাল ট্রেন চলবে। শুধুমাত্র সন্ধ্যা সাতটার পর কোনও লোকাল ট্রেন চলবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
সেইসঙ্গে পূর্ব রেল সূত্রে খবর, সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছাড়বে। তারপর আর প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছাড়বে না। উদাহরণস্বরূপ, শিয়ালদহ-রানাঘাট লাইনে শেষ লোকাল সন্ধ্যা সাতটায় শিয়ালদহ থেকে ছাড়বে। এমন নয় যে সাতটার পর পুরো পরিষেবা থমকে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/6সেইসঙ্গে পূর্ব রেল সূত্রে খবর, সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছাড়বে। তারপর আর প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছাড়বে না। উদাহরণস্বরূপ, শিয়ালদহ-রানাঘাট লাইনে শেষ লোকাল সন্ধ্যা সাতটায় শিয়ালদহ থেকে ছাড়বে। এমন নয় যে সাতটার পর পুরো পরিষেবা থমকে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তেই লোকাল ট্রেনের উপর কোপ পড়s:s। পুরোপুরি লোকাল ট্রেন পরিষেবা বন্ধ না করা হলেও রাজ্য সরকারের তরফে জানানো হল, সন্ধ্যা সাতটা পর্যন্ত লোকাল ট্রেন চলবে। তারপর মিলবে না লোকাল ট্রেনের পরিষেবা। বাকি সময় ৫০ শতাংশ যাত্রী ট্রেনে উঠতে পারবেন। সেই বিধি আগামিকাল থেকে কার্যকর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6করোনাভাইরাসের সংক্রমণ বাড়তেই লোকাল ট্রেনের উপর কোপ পড়s:s। পুরোপুরি লোকাল ট্রেন পরিষেবা বন্ধ না করা হলেও রাজ্য সরকারের তরফে জানানো হল, সন্ধ্যা সাতটা পর্যন্ত লোকাল ট্রেন চলবে। তারপর মিলবে না লোকাল ট্রেনের পরিষেবা। বাকি সময় ৫০ শতাংশ যাত্রী ট্রেনে উঠতে পারবেন। সেই বিধি আগামিকাল থেকে কার্যকর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজ্যে লাগামহীনভাবে বেড়েছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৪,৫১২ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সংক্রণের হার ১২ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। যা কিনা পাঁচ শতাংশের নীচে থাকা অত্যন্ত জরুরি। তাও নমুনা পরীক্ষার সংখ্যা এখনও কম আছে। পরীক্ষার সংখ্যা বাড়লে আক্রান্তের ছবিটা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/6উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজ্যে লাগামহীনভাবে বেড়েছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৪,৫১২ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সংক্রণের হার ১২ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। যা কিনা পাঁচ শতাংশের নীচে থাকা অত্যন্ত জরুরি। তাও নমুনা পরীক্ষার সংখ্যা এখনও কম আছে। পরীক্ষার সংখ্যা বাড়লে আক্রান্তের ছবিটা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
সবথেকে বেশি উদ্বেগ বাড়িয়েছে কলকাতা। শেষ ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২,৩৯৮ জন। সঙ্গে যোগ হয়েছে ওমিক্রনের আতঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6সবথেকে বেশি উদ্বেগ বাড়িয়েছে কলকাতা। শেষ ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২,৩৯৮ জন। সঙ্গে যোগ হয়েছে ওমিক্রনের আতঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.