একদিকে করোনার প্রকোপ। অন্যদিকে বৃষ্টি, বন্যার আতঙ্ক। এসবের জেরে এবার পুজোর আয়োজনে কাটছাঁট করেছিলেন পশ্চিমমেদিনীপুরের ঘাটালের মনসুকা এলাকার পুজো উদ্যোক্তারা। সেই মতোই কিছুটা ছোট আয়োজনের মধ্যেই শুক্রবার রাতে গ্রামের লোকজন প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বের করার উদ্যোগ নেন। প্রতিমাও বের করা হয় মণ্ডপ থেকে। হঠাই করেই ময়দানে হাজির একদল মত্ত যুবক। তাদের একটাই কথা, প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বেরবে আর ডিজে বাজবে না? এটি হয় নাকি? গ্রামবাসীরা তাদের নানাভাবে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু মত্ত যুবকরা কোনওভাবেই বুঝতে রাজি নন। এরপরই শুরু হয় সেই যুবকদের তাণ্ডব। ট্রেন্ডিং স্টোরিজ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুজো কমিটির লোকজনের বসার জন্য একটি জায়গা নির্দিষ্ট করা হয়েছিল। সেখানেও চডাও হয় যুবকরা। ব্যপক ভাঙচুর করা হয়। এরপর স্থানীয় কয়েকজন বাসিন্দাকে হাতের সামনে পেয়েও মারধর শুরু করে দেয় তাদের। তাদের শুধু একটাই কথা ,ভাসান হবে অথচ ডিজে বাজবে না? বাসিন্দাদের অনুমান ডিজে ছাড়া তাদের নাচতে সমস্যা হচ্ছিল। সেকারনেই তারা নানা বায়না শুরু করে দেয়। কিন্তু এভাবে তাণ্ডব চালানোর ঘটনা মানতে পারেনি অনেকেই। মহিলারাও রেহাই পায়নি তাদের মারধরের হাত থেকে। ঘাটাল থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বাসিন্দাদের একাংশের দাবি , পুলিশ অভিযুক্তদের হাতের সামনে পেয়েও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। তবে পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।