1/5১৯৯২ সালে দেখা গিয়েছিল ওয়াইল্ড পোলিওভাইরাস রোগ। তারপর ৩০ বছর পর প্রথমবার মোজাম্বিকে দেখা গেল এই রোগ। ৩০ বছর পর জেগে ওঠা এই দানবীয় রোগের প্রথম আক্রান্ত আফ্রিকার এক শিশু। এই রোগের শিকার হওয়া শিশু ইতিমধ্যেই প্যারালাইসিসে আক্রান্ত হতে শুরু করেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, মালাওয়াইতে এই শিশুর এমন ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ৩০ বছরে প্রথম। (Photo by Amos Gumulira / AFP) (AFP)
2022-05-24