অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের ভরাডুবির অন্যতম কারণ ছিল ক্যাপ্টেন জো রুটের পরিচিত ছন্দে না থাকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ টেস্টে তিনটি হাফ-সেঞ্চুরি করেছিলেন বটে, তবে যে রকম একার কাঁধে দলকে টেনে নিয়ে যাওয়া অভ্যাসে পরিণত করেছিলেন, তা চোখে পড়েনি রুটের খেলায়। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের চেনা মেজাজে দেখা যাচ্ছে ব্রিটিশ দলনায়ককে।
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অনবদ্য শতরান করেছিলেন জো রুট। এবার ব্রিজটাউনে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফের সেঞ্চুরি করলেন তিনি। রুটের উপর্যুপরি শতরানের সুবাদেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের শুরুটা মন্দ হয়নি।
ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের দলে শেষ মুহূর্তে বদল করতে বাধ্য হয়। ক্রেগ ওভার্টন সুস্থ নন বলে দলে ঢুকে পড়েন ফিশার। এছাড়া সাকিব মেহমুদের টেস্ট অভিষেক হয়। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তারা প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২৪৪ রান তুলেছে। জো রুট সেঞ্চুরি করলেও নিশ্চিত শতরান হাতছাড়া করেন ড্যান লরেন্স।
ওপেনার জ্যাক ক্রাউলি খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। অপর ওপেনার অ্যালেক্স লিস করেন ৩০ রান। দিনের শেষ ওভারে লরেন্স আউট হন ব্যক্তিগত ৯১ রানের মাথায়। রুট অপরাজিত থাকেন ১১৯ রান করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট দখল করেন জয়ডেন সিলস, পারমাউল ও জেসন হোল্ডার।