নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৮ উইকেটে হারের পরে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বিরাট কোহলি উপস্থিত হননি। বিরাটের বদলে সে দিন প্রেসের সামনে এসেছিলেন জসপ্রীত বুমরাহ। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক দানা বেঁধেছে। এ বার বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি দাবি করেছেন, দেশে ফিরে জনসমক্ষে আসা উচিত বিরাটের। সেখানে সবার সামনে দাঁড়িয়ে পরিস্থিতির ‘মোকাবিলা’ করে সব প্রশ্নের উত্তর দেওয়া উচিত।
নিউজিল্যান্ড ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে বিরাটের অনুপস্থিতি একেবারেই ভাল ভাবে নেননি আজহারউদ্দিন। উল্লেখ্য পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হারের পরেও সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বিরাট। ১৯৯২, ৯৬ এবং ৯৯ পরপর এই তিন বিশ্বকাপের অধিনায়ক আজহারউদ্দিন মনে করেন, ‘হারের ক্ষেত্রে কোন লজ্জা নেই। তবে তোমার সামনে এসে কথা বলা উচিত। এটাই একমাত্র সঠিক পথ। মানুষ তোমাকে শুনতে পারবে। আসল কারণ জানতে পারবে। বুমরাহের কথা বলা আর অধিনায়ক বা কোচের কথা বলার মধ্যে পার্থক্য রয়েছে। দেশের সামনে তোমাকে দাঁড়াতেই হবে। দেশে এস,কথা বল। তুমি না আসলে মানুষ কী ভাববে ? খারাপ ভাবে অপ্রয়োজনীয় গুজব ছড়াবে।’ট্রেন্ডিং স্টোরিজ
আজহারউদ্দিন আরও বলেছেন, ‘তুমি দেশের অধিনায়ক। দায়িত্ব তোমাকেও নিতে হবে। দলের প্রতিনিধি তুমি। দেশের হয়ে জেতার পরে তুমি যদি সাংবাদিক সম্মেলনে আসো, তা হলে হারের পরে কেন নয়? আমি মনে করি, ওর আসা উচিত ছিল।’