পা রাখলেই কেন ১০ টাকা ভাড়া? সেক্টর ফাইভে ২০ টাকা, পয়লা বৈশাখেই শিয়ালদহ মেট্রো ?

আগামী মাসের মাঝামাঝি মোটামুটি বাংলা নববর্ষ থেকেই চালু হতে পারে শিয়ালদহ মেট্রো। এমনটাই সম্ভাবনা জোরালো হচ্ছে।  আর সবথেকে বড় খবর, শিয়ালদহ মেট্রো স্টেশন পা দিলেই আপনাকে খরচ করতে হবে ১০ টাকা। কিন্তু কেন ১০ টাকা দিতে হবে? মেট্রো সূত্রে খবর, শিয়ালদহের একদিকে ফুলবাগান ও অপরদিকে এসপ্ল্যানেড। এদিকে যেদিকেই যান না কেন স্টেশনের দূরত্ব ২ কিলোমিটারের বেশি। শিয়ালদহ থেকে ফুলবাগান স্টেশনের দূরত্ব ২.৩৩ কিলোমিটার। আবার শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের দূরত্ব ২.৪৫ কিলোমিটার। সেকারণে সর্বনিম্ন ৫ টাকার কুপন থাকছে না এই স্টেশনে। কারণ মেট্রোর নিয়মে উল্লেখ করা আছে প্রথম দু কিলোমিটার দূরত্বের জন্য আপনাকে ৫টাকার টিকিট কাটতে হবে। কিন্তু শিয়ালদহের দুদিকেই যে স্টেশন তা ২ কিলোমিটারের বেশি দূরত্বে। সেকারণে শিয়ালদহ স্টেশন থেকে সবথেকে কাছে স্টেশনে যেতেও ১০ টাকার টিকিট কিনতে হবে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের অফিসে যাওয়ার কথা ভাবছেন? এজন্য ২০ টাকার টিকিট কাটতে হবে।ট্রেন্ডিং স্টোরিজ

শিয়ালদহ রেল স্টেশনে গিজগিজে ভিড়ের অভিজ্ঞতা আছে অনেকেরই। তবে তেমনই ব্যস্ততম স্টেশন হতে পারে শিয়ালদহ মেট্রো স্টেশন। আর সেই ভিড় সামলাতে আগাম প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। স্টেশনে ৯টি সিঁড়ি, ১৮টি এসকেলেটর, ২৭টি টিকিট কাউন্টার থাকছে। ট্রেন থেকে নেমেই যাতে মেট্রো ধরতে আসতে পারেন তার ব্যবস্থাও থাকছে। বিশেষভাবে সক্ষমদের জন্য লিফটের ব্যবস্থাও থাকছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি সবুজ সংকেত দিলেই চালু হবে শিয়ালদহ মেট্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.