কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি প্রত্যাহার করার ব্যাপারে সিঙ্গল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে কেরল হাইকোর্টে আবেদন করেছিলেন এক আবেদনকারী। সেই আবেদনকে কার্যত নাকচ করে দিল আদালত। আরটিআই অ্যাক্টিভিস্ট পিটার মিয়ালিপারামফিল ভ্যাকসিন সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রীর ছবি তুলে দেওয়ার ব্যাপারে আবদন করেছিলেন। তাঁর যুক্তি ছিল, তিনি ভ্যাকসিন নেওয়ার জন্য টাকা খরচ করেছেন। সেক্ষেত্রে তিনি কেন সেই সার্টিফিকেটে মোদীর ছবি দেখবেন? পাশাপাশি আবেদনকারীর যুক্তি ছিল সরকারি ফান্ড ব্যবহার করে টিকা দেওয়া হচ্ছে। সেখানে কেন কোনও ব্যক্তির ছবি থাকবে? কারণ তিনি কোনও রাজনৈতিক দলেরও অন্তর্ভূক্ত। সেক্ষেত্রে এই ধরনের ছবি ভোটদানের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। তাঁর মৌলিক অধিকার খর্ব হচ্ছে বলেও তিনি অভিযোগ জানিয়েছিলেন। একাধিক দেশে ভ্যাকসিন সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া থাকে না বলেও তিনি জানিয়েছিলেন আদালতে।ট্রেন্ডিং স্টোরিজ
তবে চিফ জাস্টিস এস মণিকুমার ও জাস্টিস শাজি পি চালির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই ধরনের ছবি কোনও বিজ্ঞাপন নয়। এই ধরণের বার্তা দেওয়ার পূর্ণ অধিকার প্রধানমন্ত্রীর রয়েছে। এই ধরনের ছবি ভোটদানের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে এই বক্তব্যও খারিজ করেছে আদালত। নিম্ন আদালতের রায়কেই বহাল রাখে আদালত। আদালত জানিয়েছে, জনতার রায়েই তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। একবার যখন তিনি ওই চেয়ারে বসেন তখন পার্টির তুলনাতেও তিনি দেশের প্রধানমন্ত্রী এটাই বড় কথা।