ভিন্ন ধর্মের যুগলকে প্রকাশ্যে একদল দুষ্কৃতীর হেনস্থার মুখে পড়তে হলো। এমনকি তাদের উদ্ধার করতে যারা এগিয়ে এসেছিল তাদেরও মারাত্মক পরিণতি হয়েছে।
উন্মত্ত জনতার একজন তাদের ছুরির কোপ মারে। আরেকজনকেও ব্যাপক মারধর করা হয়। দু’জনকে তাদের গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি হলুদ স্কুটিতে চালকের জায়গায় রয়েছেন এক হিন্দু তরুণ। তার পিছনে বসে এক মুসলিম তরুণী। কিছু লোক তাদের ঘিরে ধরেছে। শুরু হয় তর্ক বিতর্ক। পরিস্থিতি উত্তপ্ত হতেই শুরু হয় টানা হ্যাঁচরা। এর মধ্যে উন্মত্ত জনতার হাত থেকে ওই যুগলকে উদ্ধার করতে দু’জনে এগিয়ে আসেন। তাদের হাতে ঘাড়ে ছুরির কোপ মারে দুষ্কৃতীরা।
পুরো ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। পুলিশ শুক্রবার রাত পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্র খবর, ওই যুগল ইন্দোরের একটি হোটেলে রাতের খাবার কিনতে গিয়েছিল। খাবার কিনে তারা পার্কিং থেকে স্কুটি নেন ও বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তাদের ঘিরে ধরা হয়। মনে করা হচ্ছে ভিন্ন ধর্মের যুগলের সম্পর্কের কারণেই এই হামলার ঘটনা ঘটেছে।
সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল। ইন্দোরের পুলিশ সূত্রে খবর, সব মিলিয়ে ৪০-৪৫ জনের একটি দল এই ঘটনাটা ঘটিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের ধরার চেষ্টা চলছে। কিছুদিন আগে বিহারেও এই একই ধরনের ঘটনা ভাইরাল হয়েছিল।