আমেরিকা সফর সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরতেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে তোড়জোড় শুরু হয়েছে বিজেপির অন্দরে। দলীয় সূত্রে খবর, সোমবার দুপুরে বৈঠকে বসতে চলেছে বিজেপির পরিষদীয় দল। সেই বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঠিক হতে পারে।
দিল্লি জয়ের পর সঙ্গে সঙ্গেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি বিজেপি। গত এক সপ্তাহ ধরে অনেকের নাম নিয়েই আলোচনা হয়েছে জাতীয় রাজনীতিতে। কিন্তু স্পষ্ট করে কিছুই জানা যায়নি। বিজেপি সূত্রে খবর ছিল, মোদী আমেরিকা সফর সেরে ফেরার পরে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন না। আর মোদীর অনুপস্থিতিতে যে নতুন মুখ্যমন্ত্রীর নাম স্থির হয়ে যেতে পারে, এমন সম্ভাবনাও ছিল না। তাই শনিবার বিকেলে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরেই তোড়জোড় শুরু হয়েছে।
বিজেপি সূত্রে খবর, সোমবার বিকেল ৩টে নাগাদ দিল্লির বিজেপি কার্যালয়ে বৈঠকে বসবেন দলের ৪৮ জন বিধায়ক। সেখানেই নতুন মুখ্যমন্ত্রী বাছাই হবে।
প্রসঙ্গত, প্রায় তিন দশক পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে তারা জিতেছে। অরবিন্দ কেজরীওয়ালের দল আম আদমি পার্টি (আপ) জিতেছে ২২ আসনে।