রাস্তা পার হচ্ছিলেন এক মহিলা। রাস্তার যখন মাঝামাঝি জায়গায় পৌঁছেছিলেন, ঠিক সেই সময়েই দ্রুতগতিতে একটি গাড়ি এসে মহিলাকে ধাক্কা মারে। প্রায় ৭-৮ ফুট শূন্যে উঠে গাড়ির সামনেই আছড়ে পড়ে মৃত্যু হয়। ওই অবস্থাতেই মহিলার দেহ ৩০ মিটার হিঁচড়ে নিয়ে যান চালক। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে।
পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম গুড্ডু। তিনি কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা। ঝাঁসিতে হাসপাতালে এক আত্মীয়কে দেখতে এসেছিলেন তিনি। হাসপাতালের পাশ দিয়েই গিয়েছে দুই লেনের বড় রাস্তা। রাত তখনও সওয়া ৯টা। হাসপাতাল থেকে বেরিয়ে ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। প্রথম লেন পেরিয়ে দ্বিতীয় লেন পার হওয়ার সময়েই দুর্ঘটনাটি ঘটে।
গুড্ডুর স্বামী রাজু রায়াকর বলেন, ‘‘এক আত্মীয়কে দেখতে এসেছিলাম হাসপাতালে। তাঁকে দেখে সওয়া ৯টা নাগাদ হাসপাতাল থেকে বেরোই। রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি আমার স্ত্রীকে ধাক্কা মারে। তার পর ৩০ মিটার টেনে নিয়ে যায়।’’ পুলিশ আধিকারিক রামবীর সিংহ জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ থেকে গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে। খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে।