WIPL 2022: এবছর কবে শুরু হবে মেয়েদের IPL, কোথায় বসবে আসর, জানিয়ে দিলেন BCCI সভাপতি সৌরভ

কবে থেকে অনুষ্ঠিত হবে চলতি বছরের ওমেনস টি-২০ চ্যালেঞ্জ, জানা গেল দিনক্ষণ। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে জানিয়ে দিলেন কবে, কোথায় অনুষ্ঠিত হবে মেয়েদের আইপিএল।

সচরাচর ছেলদের আইপিএলের প্লে-অফ সপ্তাহে অনুষ্ঠিত হয় মেয়ে আইপিএল। এবারও তার ব্যতিক্রম হল না। এবছর ওমেনস টি-২০ চ্যালেঞ্জ শুরু হবে ২৪মে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মে।

প্রাথমিকভাবে পুণেতে ওমেনস টি-২০ চ্যালেঞ্জ আয়োজনের কথা ভেবেছিল বোর্ড। তবে শেষমেশ লখনউয়ে মেয়েদের আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। উল্লেখ্য, লখনউ এবার ছেলেদের আইপিএলের প্লে-অফ আয়োজনের দাবি জানিয়েছে বিসিসিআইয়ের কাছে। তবে কলকাতা ও আমদাবাদ যেহেতু সেই দৌড়ে এগিয়ে রয়েছে, সম্ভবত সেকারণেই ওমেনস টি-২০ চ্যালেঞ্জ আয়োজনের দায়িত্ব দেওয়া হল তাদের।

এটাই হতে চলেছে তিন দলের শেষ ওমেনস টি-২০ চ্যালেঞ্জ। পরের বছর থেকে মেয়েদের ৬ দলের পূর্ণাঙ্গ আইপিএল আয়োজনের কথা আগেই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.