WhatsApp-এ Group-এর পাশাপাশি আসছে নতুন Community ফিচার

1/5নতুন একটি ফিচার আনার বিষয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ‘কমিউনিটি’ নামে এক নয়া ফিচারের টেস্টিং করছেন ডেভেলপাররা। এক্সডিএ ডেভেলপারদের রিপোর্ট অনুযায়ী অ্যান্ড্রয়েড বেটা 2.21.21.6-এর জন্য হোয়াটসঅ্যাপে এই ফিচারের কিছু নতুন কোড স্ট্রিং খুঁজে পাওয়া গিয়েছে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)

কিছুটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতোই কাজ করবে এই কমিউনিটি ফিচার। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5কিছুটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতোই কাজ করবে এই কমিউনিটি ফিচার। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
বেটা অ্যাপের মধ্যে পাওয়া স্ট্রিংগুলি দেখে মনে করা হচ্ছে, নয়া হোয়াটসঅ্যাপে কমিউনিটি এবং গ্রুপ মেসেজিং একসঙ্গেই থাকতে পারে। প্রতীকী ছবি : মিন্ট (Mint)
3/5বেটা অ্যাপের মধ্যে পাওয়া স্ট্রিংগুলি দেখে মনে করা হচ্ছে, নয়া হোয়াটসঅ্যাপে কমিউনিটি এবং গ্রুপ মেসেজিং একসঙ্গেই থাকতে পারে। প্রতীকী ছবি : মিন্ট (Mint)
তাই গ্রুপের বদলে কমিউনিটি আসছে, এমনটা ভাবার কোনও কারণ নেই। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5তাই গ্রুপের বদলে কমিউনিটি আসছে, এমনটা ভাবার কোনও কারণ নেই। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
কী হবে এই কমিউনিটি-র মাধ্যমে? WABetaInfo জানিয়েছে, কমিউনিটি ফিচার ব্যবহারকারীদের তাঁদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিকে আরও ভালভাবে সংগঠিত করার সুবিধা দেবে। অর্থাত্ একটিই স্থান থেকে পর পর সমস্ত গ্রুপ, সেই সংক্রান্ত সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
5/5কী হবে এই কমিউনিটি-র মাধ্যমে? WABetaInfo জানিয়েছে, কমিউনিটি ফিচার ব্যবহারকারীদের তাঁদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিকে আরও ভালভাবে সংগঠিত করার সুবিধা দেবে। অর্থাত্ একটিই স্থান থেকে পর পর সমস্ত গ্রুপ, সেই সংক্রান্ত সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.