সৌরভ গাঙ্গুলির শিল্প স্থাপন নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের জমি নীতির সমালোচনা করতে গিয়ে সুকান্তবাবু প্রশ্ন করেন, ২৫০০ কোটি টাকায় কী ধরনের ইস্পাত শিল্প হয় জানা নেই।
আজ সুকান্তবাবু বলেন, ২৫০০ কোটি টাকায় ইস্পাত শিল্প হয় না। শিল্প করতে গেলে অন্তত ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা লাগে। এবার সেটা পেরেক তৈরির কারখানা হলে আলাদা ব্যাপার। তাঁর কথায়, রাজ্যের মানুষ বুঝে গেছেন, তৃণমূল সরকার শিল্প করতে পারবে না। কারণ এদের জমি নীতি নেই। শিল্প হবে কোথা থেকে?
প্রসঙ্গত, সেপ্টেম্বরে স্পেন সফরে মু্খ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন সৌরভ গাঙ্গুলি। সেখানে শিল্প সম্মেলনে জিন্দালের ফেলে যাওয়া জমির একাংশে লৌহ ইস্পাত শিল্প তৈরীর কথা ঘোষণা করেন তিনি। বিদেশে গিয়ে শিল্প গড়ার ঘোষণা কেন, তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। সেই জল্পনার মধ্যে মঙ্গলবার আবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সৌরভকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে ঘোষণা করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সৌরভকে আক্রমণ শানাতে ছাড়েননি বিজেপি নেতারা। অনেকেই বলছেন, সৌরভকে খেলোয়াড় হিসেবে জানি, শিল্পপতি হিসেবে চিনি না। এবার সৌরভ পেরেকের কারখানা তৈরি করতে চাইছেন বলে আশঙ্কা প্রকাশ করে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও।