তিনি বিরাট কোহলি। আগামী প্রজন্মের কাছে স্বপ্ন। উঠতি ব্যাটারেরা তাঁর মতো হতে চান। সেই স্বপ্ন দেখতেন যশস্বী জয়সওয়ালও। বিরাটের সঙ্গে তাঁর বয়সের তফাত ১৪ বছরের। স্বয়ং কোহলি তাঁকে দিয়েছিলেন বিরাট হয়ে ওঠার মন্ত্র। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের আগে যা ফাঁস করলেন যশস্বী।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজারের বেশি রান আছে বিরাটের। যশস্বী সেখানে সবে শুরু করেছেন। দু’হাজার রানের গণ্ডি পার করেছেন। ২২ বছরের যশস্বীর কাছে বিরাটের মতো ক্রিকেটার হয়ে ওঠার সুযোগ রয়েছে। বাসনাও রয়েছে। তাই আরও কম বয়সে বিরাটকে সামনে পেয়ে জিজ্ঞেস করেছিলেন কী ভাবে তাঁর মতো ক্রিকেটার হয়ে ওঠা সম্ভব। কী বলেছিলেন বিরাট? ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে যশস্বী সে কথাই জানালেন।
এক ভিডিয়োয় যশস্বীকে বলতে শোনা গেল, “সিনিয়র পর্যায়ে যখন ক্রিকেট খেলতে শুরু করি, তখন বিরাটের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম, কী ভাবে তার মতো ক্রিকেটার হয়ে ওঠা সম্ভব? বিরাট বলেছিল, এই পর্যায়ে ক্রিকেট খেলার জন্য চাই শৃঙ্খলা। প্রাত্যহিক জীবনে সেই শৃঙ্খলা আনতে হবে। আর তা মেনে চলতে হবে। আমি বিরাটকে সেটা করতে দেখেছি। প্রতি দিন, প্রতি মুহূর্তে শৃঙ্খলাপরায়ণ হতে হবে। আমার কাছে বিরাট এক জন অনুপ্রেরণা। প্রতি দিনের অভ্যেসে বদল এনেছে ও। সেটা প্রচণ্ড দরকার। আমি ওর দেখানো পথে হাঁটছি। বুঝতে পারছি যে উন্নতি করছি।”
তরুণ যশস্বী ছায়াসঙ্গী হয়ে গিয়েছেন বিরাটের। নেটে প্রায়ই একসঙ্গে অনুশীলন করেন। বিরাটের দেখানো পথেই চলার চেষ্টা করেন। প্রথম বার অস্ট্রেলিয়ায় খেলতে নামছেন যশস্বী। তার আগে তিনি বলেন, “প্রথম বার অস্ট্রেলিয়ায় খেলব। খুব উত্তেজিত লাগছে। ভাল খেলতে চাই। এখানে খেলাটা অন্য রকম অভিজ্ঞতা। বলটা আলাদা। পিচ আলাদা। মানসিক ভাবে আমরা সেটা সামলানোর জন্য তৈরি। আমি মাঠে নামতে চাই। দেখতে চাই, বুঝতে চাই। অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি নিজে মাঠে নেমে দেখতে চাই। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই। শুধু সেটা নিয়েই ভাবছি। মাঠে না নামলে বোঝা যায় না। আমি এই ভাবেই সব কিছু দেখতে পছন্দ করি। আমি মাঠে নেমে শিখতে চাই।”