দিন ও রাতের তাপমাত্রা বাড়লেও আগামী দুদিন বেশ খানিকটা বদল হবে আবহাওয়ায়। সোম ও মঙ্গলবার পারদ কিছুটা নিম্নমুখী থাকবে। তবে বুধবার থেকে তা ফের উপরের দিকে উঠতে থাকবে। ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পং ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
কোথায় কুয়াশা
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে কুয়াশার সম্ভাবনা বেশি। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে। উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। পার্বত্য এলাকার জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পংএ হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হালকা মাঝারি কুয়াশা। ঘন কুয়াশা হতে পারে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে।