পরিষ্কার আকাশ ফিরতেই বিনা বাধায় ঢুকছে উত্তুরে হাওয়া। তাতে ভর থেকেই রাজ্যে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। ফিরছে ঠান্ডা। আগামী কয়েকদিন এরকম শীতের আমেজ বজায় থাকবে।
শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দিনভর আকাশ পরিষ্কার থাকবে। তার ফলে বাধাহীনভাবে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে উত্তুরে হাওয়া ঢুকবে। সেই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে। পারদ মোটের উপর নিম্নমুখী থাকবে। তবে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা বৃহস্পতিবারের থেকে এক ডিগ্রি কম হলেও স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। অন্যদিকে, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী দু’তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে। তবে জাঁকিয়ে শীতের জন্য পশ্চিমবঙ্গবাসীকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে।ট্রেন্ডিং স্টোরিজ
ওপার বাংলা তথা বাংলাদেশে অবশ্য ডিসেম্বরের গোড়াতেই জাঁকিয়ে শীতে পড়ে যাবে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী সোমবার (২৯ নভেম্বর) বা মঙ্গলবার (৩০ নভেম্বর) দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। সেই সময় কিছুটা তাপমাত্রা বাড়বে। তবে নিম্নচাপের প্রভাব কেটে গেলেই বাংলাদেশে জাঁকিয়ে শীত পড়বে। সেক্ষেত্রে ডিসেম্বরের গোড়া থেকেই লেপ, কম্বল পুরোপুরি বের করতে হবে। ডিসেম্বরের মাঝামাঝি শীতের প্রকোপ আরও বাড়তে পারে। ইংরেজি বছরের শেষ লগ্নে উত্তর, উত্তর-পূর্ব এবং মধ্য বাংলাদেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।