ফেব্রুয়ারির শেষে আচমকাই আবহাওয়া বদল। বসন্তের মধ্যেই প্রবেশ গরমের৷ রাতের দিক এবং ভোরের সময়টুকু ছাড়া কোথায় মন জুড়োনো হাওয়া? বেলা বাড়লেই কড়া রোদের দাপটে নাজেহাল হতে হচ্ছে। আগামী সপ্তাহে আরও বাড়বে তাপমাত্রার পারদ। কলকাতায় তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম ক্রমশ বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও দার্জিলিং-কালিম্পঙে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা একই থাকলেও দিনের তাপমাত্রা আগামী কয়েক দিনে সামান্য বাড়বে ।