ভারতীয় মৌসম বিভাগের পূর্বাভাসে অ্যালার্ট জারি করা হয়েছে।
ওয়েদার আপডেটে বলা হয়েছে প্রবল শীতের প্রকোপ থাকবে। পাশাপাশি একাধিক রাজ্যে ঘন কুয়াশায় জনজীবন একেবারে নাজেহাল হয়ে যাবে। কুয়াশা ও শৈত্যপ্রবাহের জেরে একাধিক এলাকায় শীতের জবর কামড় থাকবে। আবহাওয়ার এই চরম বিরূপতা দেখে মৌসম বিজ্ঞানীরা অ্যালার্টও জারি করেছেন। ময়দান এলাকায় ঠাণ্ডা , শীতল হাওয়া বইতে থাকবে। এখনও অবধি পঞ্জাব, হরিয়াণা, উত্তর প্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরাতে এই প্রবল ঠাণ্ডা হাওয়া বইবে।
কলকাতার ওয়েদার আপডেটে শনি-রবিবারের মধ্যে ১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। জেলার তাপমাত্রা আরও তিন চার ডিগ্রি নীচে থাকবে। আজ অর্থাত্ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭২ শতাংশ অবধি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন এরকমই থাকবে আবহাওয়া। বিক্ষিপ্তভাবে সকালের দিকে কুয়াশা হলেও, পরে কোথাও আংশিক মেঘলা আবার কোথাও পরিষ্কার আকাশ থাকবে। তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা এখনই নেই। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। বৃহস্পতিবার থেকে পরিবর্তন হবে তাপমাত্রার।
দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ , পুদুচেরির দু এক জায়গায় ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসম বিভাগের তাজা ওয়েদার আপডেট অনুযায়ি পঞ্জাব, হরিয়াণা, উত্তর প্রদেশ, বিহারে আগামী ৫ দিনে প্রবল কুয়াশা থাকবে। উত্তরাখণ্ড, আগামী ৪৮ ঘণ্টা কুয়াশা থাকবে। হিমাচল প্রদেশ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অসম. ত্রিপুরাতেও আগামী ২-৩ দিনে কুয়াশা থাকবে। ওড়িশাতেও আগামী ২৪ ঘণ্টাতে এর প্রভাব দেখা যাবে। আগামী ৩- ৬ জানুয়ারি শৈত্যপ্রবাহের অ্যালার্ট জারি রয়েছে। এমনকি এর জেরে বিহার, পঞ্জাব, দিল্লি-র মতো একাধিক রাজ্যে ৭ জানুয়ারি অবধি স্কুল বন্ধ রাখা হচ্ছে। এদিকে মৌসম বিভাগের ওয়েদার আপডেট অনুযায়ি কিছু রাজ্য এবং কেন্দ্র শাসিত এলাকায় বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। এরমধ্যে আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ , পুদুচেরির দু এক জায়গায় ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।