“নিজেদের চ্যালেঞ্জের মুখে ফেলতে চেয়েছিলাম”: হারের পর অদ্ভুত ব্যাখ্যা ভারত অধিনায়ক সূর্যের

“নিজেদের চ্যালেঞ্জের মুখে ফেলতে চেয়েছিলাম”: হারের পর অদ্ভুত ব্যাখ্যা ভারত অধিনায়ক সূর্যের

নিউজিল্যান্ডের কাছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫০ রানে হারতে হয়েছে ভারতকে। ২১৬ রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সূর্যকুমার যাদবের দল। তবে এই হারকে নেতিবাচকভাবে না দেখে বরং একে একটি পরিকল্পিত ‘পরীক্ষা’ হিসেবেই তুলে ধরলেন অধিনায়ক।

ব্যাটিং শক্তির বদলে বোলিংয়ে জোর কেন?

বিশাখাপত্তনমে ভারতের প্রথম একাদশ নিয়ে প্রশ্ন উঠেছিল। একজন ব্যাটার কম খেলিয়ে অতিরিক্ত বোলার খেলানোর সিদ্ধান্ত নিয়ে সূর্য বলেন, “আমরা ইচ্ছা করেই ছয় জন ব্যাটার নিয়ে নেমেছিলাম। কারণ আমরা পাঁচ জন বিশেষজ্ঞ বোলারের পারফরম্যান্স দেখে নিতে চেয়েছিলাম। মূলত নিজেদের একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে ফেলাই ছিল আমাদের উদ্দেশ্য।”

হারের কারণ কি ‘ইচ্ছাকৃত’ বিপর্যয়?

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় সূর্যের মন্তব্যে এক অদ্ভুত দাবি উঠে আসে। তিনি বলেন, “আমরা দেখতে চেয়েছিলাম ১৮০-২০০ রান তাড়া করতে নেমে শুরুতে ২-৩টি উইকেট দ্রুত পড়ে গেলে দল কীভাবে পরিস্থিতি সামাল দেয়। যদি এমন পরিস্থিতি না তৈরি হতো, তবে আমরা অন্যভাবে খেলতাম।” ম্যাচে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও খোদ অধিনায়ক দ্রুত আউট হওয়ায় মিডল অর্ডারের ওপর প্রবল চাপ তৈরি হয়। সূর্যের কথা থেকে এটিই ইঙ্গিত মিলেছে যে, বিশ্বকাপের আগে ব্যাটিং বিপর্যয়ের মোকাবিলা করার মানসিকতা যাচাই করতেই এই ঝুঁকি নেওয়া হয়েছিল।

দল নির্বাচন ও রবি বিষ্ণোই প্রসঙ্গে

শ্রেয়স আইয়ারকে না খেলানো প্রসঙ্গে সূর্য জানান, বিশ্বকাপের মূল পরিকল্পনায় যারা আছেন, তাঁদেরই এখন বেশি সুযোগ দেওয়া হচ্ছে। তবে রবি বিষ্ণোইকে টানা দুই ম্যাচে খেলানো নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। সূর্যের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে হয়তো বিষ্ণোইকেই মূল ভাবনায় রাখছে টিম ম্যানেজমেন্ট।

শিবম দুবের প্রশংসা ও লক্ষ্য

দলের ব্যাটিং ব্যর্থতার মাঝেও শিবম দুবের লড়াকু ইনিংসের প্রশংসা করেছেন অধিনায়ক। তাঁর মতে, আর একটি বড় জুটি তৈরি হলে খেলার ফল অন্যরকম হতে পারত। শিশির সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “শিবম দারুণ খেলেছে। অন্য প্রান্ত থেকে সামান্য সহযোগিতা পেলে চিত্রটা বদলে যেত।”

এক নজরে ভারতের পরিকল্পনা:

  • রান তাড়া করা: বড় রান তাড়া করতে নেমে ব্যাটিং গভীরতা পরীক্ষা করা।
  • বোলিং কম্বিনেশন: পাঁচ বিশেষজ্ঞ বোলারকে নিয়ে জেতার চেষ্টা করা।
  • বিশ্বকাপ প্রস্তুতি: বিশ্বকাপের আগে শেষ ম্যাচেও একইভাবে নিজেদের ঝালিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সূর্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের হাতে আর মাত্র একটি ম্যাচ বাকি। শেষ ম্যাচে সূর্যরা পুনরায় কোনো নতুন ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করেন নাকি জয়ের ধারায় ফেরেন, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.