এশিয়া কাপে ভারতের কাছে তিনটি ম্যাচই হেরেছে পাকিস্তান। আর এই তিনটি ম্যাচেই পাকিস্তানের হয়ে সবচেয়ে খারাপ বল করেছেন হ্যারিস রউফ। তিনি ভুগিয়েছেন দলকে। ফলে বার বার সমালোচনার মুখে পড়েছেন রউফ। তাঁর দেশেই নিশানা করা হয়েছে পেসারকে। এ বার সাফাই দিলেন পাকিস্তানের পেসার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ জিতেছে পাকিস্তান। সেখানে ৪ উইকেট নিয়েছেন রউফ। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রউফ জানিয়েছেন, একটি ম্যাচে খারাপ খেললেই তাঁরে মুণ্ডপাত করা হয়। সকলে ভুলে যান, তাঁরাও মানুষ। রউফ বলেন, “আমাদের কেউ ক্ষমা করে না। সকলে ভাবে আমরা রোবটের মতো খেলব। আরে, আমরাও তো মানুষ, রোবট নই। আমাদেরও একটা দিন খারাপ যেতে পারে।”
রউফ জানিয়েছেন, একটা দিন খারাপ গেলেও তিনি ভেঙে পড়েন না। পরের দিন ফিরে আসার চেষ্টা করেন। সেই চেষ্টাই তাঁকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাক পেসার বলেন, “আসল বিষয়টা হচ্ছে হাল না ছাড়া। একটা খারাপ দিনের জন্য কেউ মারা যায় না। আমরা নিজেদের উপর ভরসা রাখি। নিজেদের ভুল শুধরানোর চেষ্টা করি। যে কারও দিন খারাপ যেতে পারে। আমরা পেশাদার ক্রিকেটার। পরের দিন ফেরা চেষ্টা করি।”
পাকিস্তানের সমর্থকদের রউফ মনে করিয়ে দিতে চেয়েছেন যে তিনি অসংখ্য ম্যাচে দলকে জিতিয়েছেন। কিন্তু সেই কথা কেউ মনে রাখেন না। রউফ বলেন, “কেউ সমালোচনা শুনতে চায় না। হতে পারে আপনি ১০টা ম্যাচে ভাল খেলেছেন, কিন্তু একটা ম্যাচে খারাপ খেলেছেন। সকলে আপনার খারাপ ম্যাচটার কথাই মনে রাখবে। সমর্থকদের উচিত আমাদের ভাল ম্যাচগুলোর কথাও মনে রাখা।”
৩২ বছরের রউফ পাকিস্তানের হয়ে শুধুমাত্র সাদা বলের ক্রিকেট খেলেন। টেস্ট খেলতে দেখা যায় না তাঁকে। সমালোচকেরা বলেন, লম্বা স্পেল করার ক্ষমতা রউফের নেই। তবে তিনি তেমনটা ভাবেন না। তাঁর মতে, টেস্ট খেলতে তৈরি তিনি। রউফ বলেন, “আমি পাকিস্তানের হয়ে টেস্টও খেলতে চাই। কিন্তু সেটা তো আমাকে আগে থেকে বলতে হবে। তবেই তো আমি প্রস্তুতি নিতে পারব। কিন্তু সেটাই আমাকে কেউ বলে না।”

