আজ বিশ্ব মৌমাছি পালন দিবস। এই উপলক্ষে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের কাদিপুর বিওপি-তে পালিত হল বিশ্ব মৌমাছি পালন দিবস। এদিন কাদিপুর সীমান্তে বিএসএফ-এর ৩২ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ এই বিশ্ব মৌমাছি দিবস পালনের আয়োজন করা হয়। বিএসএফ-এর ৩২ নম্বর ব্যাটেলিয়ান আসবার পর নদীয়া জেলার কাদিপুর বিওপি-তে প্রথম মৌমাছি পালন শুরু করা হয় এই এলাকার উন্নয়নের জন্য। গ্রামের বিভিন্ন মহিলা এবং পুরুষরা এই কাজে যুক্ত হন। তারা এই কাজে যুক্ত হয়ে আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন বলে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বারও জানান।
মৌমাছি পালনকারী গোষ্ঠীর সদস্য অর্পিতা বিশ্বাস জানান যে, “বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা মৌমাছি পালন শুরু করেছি। এই কাজে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আমাদের সার্বিক সাহায্য করছেন। মৌমাছির পাশাপাশি অ্যালোভেরা ও অন্যান্য ঔষধি গাছের চাষও আমরা শুরু করেছি ও আর্থিক ভাবে লাভবান হচ্ছি।”
৩২ নম্বর ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার বিজয় ত্যাগী বলেন, “কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রণালয় ও ‘মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স’ এর সাহায্যে আমরা মৌমাছি পালন ও অন্যান্য ঔষধি গাছের পালনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ভারত সরকার সীমান্তবর্তী অঞ্চলে এই ধরনের চাষকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে।”
এই মৌমাছি পালন করবার ফলে সীমান্ত যেমন সুরক্ষিত থাকবে তেমনই সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের বেকার যুবক-যুবতীরাও আত্মনির্ভরশীল হচ্ছে। পাশাপাশি সীমান্তে চোরাচালানকারীদের কাজও অনেকটাই কমেছে বলে জানান কমান্ডার ত্যাগী।
প্রায় এক বছর ধরে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান এবং কাদিপুর গ্রামের বিভিন্ন যুবক-যুবতীদের নিয়ে এই মৌমাছি পালন করে চলেছে। এলাকার সাধারণ মানুষের এই কাজে উৎসাহ উদ্দীপনা বিশেষভাবে লক্ষ্য করা গেছে। আজ এই অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মত। বিএসএফের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।