আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে শীতের তৃতীয় এবং সম্ভবত শেষ ইনিংস শুরু। লাফিয়ে নামল কলকাতার পারদ। রাতের তাপমাত্রা ১৬ থেকে একলাফে নেমে ১৩.৬। দিনের তাপমাত্রা ২৫.৫ থেকে একলাফে নেমে ২২.২। আজ রাতে আরো নামতে পারে তাপমাত্রা। কাল নতুন করে তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ফের বাধা পেতে পারে উত্তুরে হাওয়া। পৌষ সংক্রান্তির আগে শনিবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হওয়ায় বাধা।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে কাল ১০ জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। উত্তরপ্রদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত অসম সংলগ্ন এলাকায়। এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং কেরালা উপকূল সংলগ্ন আরব সাগরে রয়েছে আরো দুটি ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে
ফিরল শীত। নামল পারদ। আজ রাতে আরো পারদ পতনের ইঙ্গিত। পশ্চিমের একাধিক জেলার পারদ ১ ডিজিটের ঘরে।
আজ থেকে কুয়াশার দাপট কমল। নামল তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টা শীতের আমেজ উত্তরবঙ্গ জুড়ে। বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। উঁচু পার্বত্য এলাকায় মাঝারি থেকে হালকা তুষারপাতের সম্ভাবনা।
কলকাতা
আজ রাতে পারদ নামতে পারে ১২ ঘরে। এমন সম্ভবনা আবহাওয়া দফতরের। সপ্তাহান্তে শনিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে। পৌষ সংক্রান্তি কেটে গেলে আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভবনা ক্ষীণ।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ১৬ থেকে নেমে ১৩.৬ ডিগ্রি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ থেকে নেমে ২২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৩ শতাংশ।
ভিনরাজ্যে
অতিঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি এবং উত্তরপ্রদেশে। হিমাচল প্রদেশ বিহার ঝাড়খন্ড এবং উড়িষ্যাতেও ঘন কুয়াশার সতর্কতা।
শৈত্য প্রবাহের পরিস্থিতি হিমাচল প্রদেশ এবং পশ্চিম রাজস্থানে। হিমাচল প্রদেশে গ্রাউন্ড ফ্রস্ট এর পরিস্থিতি তৈরি হবে। উত্তর প্রদেশ ও রাজস্থানের বেশ কিছু এলাকায় শীতল দিনের পরিস্থিতি। শীতল দিনের পরিস্থিতি পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি এবং মধ্যপ্রদেশেও। অরুণাচল প্রদেশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।