প্রবল তাপপ্রবাহের মধ্যে চলে এল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর খবর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে ১৯ মে। এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। সাধরাণভাবে অনুমান করা হয়েছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় বর্ষা প্রবেশ করবে ২২ মে।- তথ্য-অয়ন ঘোষাল
2/5
এদিকে আবহাওয় দফতরের খবর হল আগামী ২০ মে আন্দামন সাগরে একটি সিস্টেম তৈরি হবে। ওই সিস্টেমে ফলে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ২৫ মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। এটির নামকরণ করা হয়েছে রিমাল। – তথ্য-অয়ন ঘোষাল
3/5
এদিকে রাজ্যে তাপমাত্রা ক্রমশ বাড়বে। এমনটাই বলছে আবহাওয়া দফতর। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী উইকেন্ডে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। আজ ও কাল কয়েকটি জেলার খুব কম জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। – তথ্য-অয়ন ঘোষাল
4/5
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি, ওপরের এই পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে। গরম ও অস্বস্তি থাকবে মালদা ও দুই দিনাজপুরে। – তথ্য-অয়ন ঘোষাল
5/5