বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর অভিমুখ অভিমুখ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি গোপালপুরের দিকে। এতে বঙ্গোপসাগর উত্তাল হবে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে বাংলায়। ওদিকে আরব সাগরেও তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। তবে আপাতত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হবে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বহাল। মূলত আংশিক মেঘলা আকাশ। কোথাও পরিষ্কার আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘলা। কলকাতায় বজ্রবিদ্যুত্ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে ১ জুন থেকে ৩১ শে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৭৮৭ মিলিমিটার। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৯০১ মিলিমিটার। ১৩ শতাংশ কম। আগষ্ট মাসে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ৪২৯.৬ মিলিমিটার। স্বাভাবিক ৩০৮.৩ মিলিমিটার। ৩৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গে ১ জুন থেকে ৩১ শে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ১৬৭৯.৪ মিলিমিটার। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৪৯৩ মিলিমিটার। ১৩ শতাংশ বেশি। আগষ্ট মাসে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ২৯২.৪ মিলিমিটার। স্বাভাবিক ৪৫৬.৪ মিলিমিটার। ৩৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
কলকাতায় ১ জুন থেকে ৩১ শে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৯৩৮ মিলিমিটার। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১০৩৪ মিলিমিটার। ৯ শতাংশ কম। আগষ্ট মাসে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ৪৬৬.৭ মিলিমিটার। স্বাভাবিক ৩৬৪ মিলিমিটার। ২৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন হালকা মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।