চেন্নাই সুপার কিংসের (CSK) সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন এমএস ধোনি (MS Dhoni)। সপ্তদশ আইপিএল (IPL 2024) শুরু হতে আর ঠিক সাত দিন বাকি। পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক কোমর বেঁধেই প্র্যাকটিস করছেন। কে বলবে তাঁর বয়স ৪২! কে বলবে যে, পাঁচ বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটার পাট চুকিয়ে ফেলেছেন।
ধোনির ফিটনেস ও খিদে দেখলে মনে হচ্ছে যেন, তিনি দেশের জার্সিতেই খেলছেন। চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে , নৈশালোকে ধোনির নেটসেশন এবার ভাইরাল হল। অনুশীলনে মাহি হাঁকালেন নো-লুকস ছক্কা। অর্থাৎ ছয় মারার সময় ধোনির চোখ ছিল মাটিতে। ধোনির বিরাট ছক্কা উড়ে গেল স্ট্য়ান্ডের বাইরে। ধোনি ফ্য়ানরা সেই ভিডিয়ো দেখে উদ্বেল হয়ে গিয়েছেন।
আগামী ২২ মার্চ, প্রথম ম্য়াচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। বোঝাই যাচ্ছে ধোনি ধামাকা হতে চলেছে। অপেক্ষায় ধোনির আপামর অনুরাগীরা। ধোনির প্রয়োজন আর ১১টি ছক্কা। তাহলেই আইপিএলে ২৫০ ছয়ের মালিক হবেন তিনি। যা হবে প্রথমবার। হ্য়ালিকপ্টার ওড়ার অপেক্ষায় সকলে।
গতবছর আইপিএল ফাইনাল শেষ হওয়ার পরেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনিকে ছুটতে হয়েছিল। আর্থোস্কোপিক রিপেয়ারের জন্য মাইক্রোসার্জারি করাতে হয়ে। রিহ্যাব করিয়ে কিংবদন্তি ক্রিকেটার এখন পুরো ফিট।
গতবছর গুজরাত টাইটান্সের কাছে ট্রফি ধরে রাখার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু তারা ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে পাঁচ উইকেটে হেরে যায়। তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ম্যাচের শেষ বলে চার হাঁকিয়ে অবিশ্বাস্য ম্য়াচ জিতিয়ে দেন। আর এর সঙ্গেই মুম্বইয়ের সঙ্গে রেকর্ড পঞ্চমবার আইপিএল জেতে চেন্নাই।