WATCH | AUS vs PAK: কামিন্সকে তাতানোর পরিমাণ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে গেলেন পাক নক্ষত্র…

অস্ট্রেলিয়ায় তিন ম্য়াচের ওডিআই ও সমসংখ্য়ক ম্য়াচের টি-২০ আই খেলতে এসেছে পাকিস্তান (Pakistan Tour Of Australia 2024-25)! সোমবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হয়ে গেল প্রথম ওডিআই (Australia vs Pakistan, 1st ODI at Melbourne)। ৯৯ বল হাতে রেখে প্রথম ওডিআই ২ উইকেটে জিতে ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গেল প্য়াট কামিন্সের (Pat Cummins) টিম। এদিন পাকিস্তানের ওডিআই অধিনায়ক হিসেবে মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) অভিষেক সুখকর হল না যদিও! মেলবোর্নে ব্য়াটে-বলে মাতিয়ে, ফরে একবার শিরোনামে ভুবনজয়ী অধিনায়ক কামিন্স। 

অস্ট্রেলিয়া টস জিতে এদিন ফিল্ডিং করতে পাঠিয়েছিল পাকিস্তানকে। প্রথমে ব্য়াট করে রিজওয়ান বাহিনী গুটিয়ে যায় মাত্র ২০৩ রানে (বাবর আজম ৩৭, রিজওয়ান ৪৪, নাসিম শাহ ৪০) । মিচেল স্টার্ক একাই নিয়েছেন তিন উইকেট, দুই উইকেট করে পেয়েছেন কামিন্স ও অ্য়াডাম জাম্পা। একটি করে উইকেট মার্নাস লাবুশানে ও সিন অ্য়াবটের। পাক ইনিংসের ১৯ নম্বর ওভারের চতুর্থ ও পঞ্চম ডেলিভারি নিয়ে বিস্তর চর্চা চলে নেটপাড়ায়। ওই ওভারটি করছিলেন ক্য়াপ্টেন কামিন্স। আর ব্য়াট হাতে ছিলেন পাঁচে নামা কামরান গুলাম! ব্রিটিশদের বিরুদ্ধে টেস্ট অভিষেকে শতরান করা কামরানকে এদিন ৬ বলে ৫ রান করে আউট হয়ে যান। 

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=zee24ghanta&dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1853303269965099254&lang=en&origin=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fsports%2Fkamran-ghulam-teases-pat-cummins-then-next-is-history_548312.html&sessionId=e7e2e5c5b457d81000d6be46ed8c432527bec7b7&siteScreenName=zee24ghanta&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

কামিন্সের চতুর্থ বলটি ডিফেন্স করার আচমকাই  কামরান ব্য়াট উঁচিয়ে তাঁকে তাতাতে গিয়েছিলেন, কামিন্স পঞ্চম বলে এমন বিষাক্ত বাউন্সার দিলেন যে, কামরান লাফিয়েও কিছু করতে পারেননি। প্রায় নাক ছুঁয়ে যাওয়া বল, গ্লাভসে লাগিয়ে উইকেটের পিছনে জোশ ইংলিসের হাতে ক্য়াচ তুলে দেন। কামিন্স স্রেফ হেসেই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিলেন যে, কামরান বাড়াবাড়িই করে ফেলেছেন একটু! ঘটনাচক্রে কামিন্সের দল এই অল্প রান তাড়া করতে নেমেও আট উইকেট হারিয়ে ফেলেছিল। হ্য়ারিস রউফ ও  শাহিন শাহ আফ্রিদির গতি অজি ব্য়াটারদের নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছিল। কিন্তু এবারও ত্রাতা কামিন্স। ৩১ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.