সারা দেশ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বেচ্ছাসেবকরা নাগপুরে পৌঁছেছেন। তারা সকলেই সংঘ শিক্ষা ভাগের তৃতীয় বর্ষে অংশগ্রহণ করতে এসেছেন। রেশমবাগ ক্যাম্পাসে শুরু হয়েছে শিক্ষা ক্লাস। আগামীকাল (সোমবার) সন্ধ্যা সোয়া ৬টায় এসব শিক্ষার্থীদের পথযাত্রা শুরু হবে।
সংঘের প্রচার বিভাগের মতে, শৃঙ্খলা, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির জন্য স্বেচ্ছাসেবকদের পথযাত্রার আয়োজন করা হয়েছে। সংঘ শিক্ষা ভাগের অন্তর্ভুক্ত স্বয়ংসেবকরা ২৮ নভেম্বর সন্ধ্যা ৬:১৫ মিনিটে পথযাত্রা পরিচালনা করবেন। রেশিমবাগ ইউনিয়ন অফিসের প্রধান ফটক থেকে প্রথম পথযাত্রা শুরু হবে। স্বয়ংসেবকরা পথ চলার সময় কেশবদ্বার, পাকওয়াসা, সোমওয়ারি বাজার টি পয়েন্ট, সাক্করদারা চক, তিরঙ্গা চক এবং গজানন চক দিয়ে যাবেন। শেষ হবে রেশিমবাগ মেইন গেটে।
প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, রেশিমবাগ ইউনিয়ন অফিসের ৬ নম্বর গেট থেকে দ্বিতীয় গ্রুপের আন্দোলন শুরু হবে। স্বয়ংসেবকরা ভেনাস ভলি বল গ্রাউন্ড, গজানন চক, তেল গনি কি গালি, নন্দনবন মেইন রোড, মঙ্গলমূর্তি চক, তিরাঙ্গা চক, গজানন চক হয়ে ৬ নং গেটে ফিরে আসবেন।