অনুষ্কার জন্মদিনে অন্য অভিনেত্রীর লাস্যময়ী ছবিতে বিরাট ‘লাভ’! হইচই থামাতে ব্যাখ্যা দিলেন কোহলি

অনুষ্কা শর্মার জন্মদিন ছিল বৃহস্পতিবার। সমাজমাধ্যমে স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন বিরাট কোহলি। সে দিনই আর একটি পোস্টে অভিনেত্রী অবনীত কৌরের লাস্যময়ী ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ করেন কোহলি। সেই পোস্টটি অবনীত নিজে করেননি। তাঁর ভক্তদের পেজে করা হয়েছিল। তবে কোহলির ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে তৈরি হয় জল্পনা।

আইপিএলের মাঝে কোহলিকে নিয়ে হঠাৎ হইচই শুরু হয়। অনেকে কোহলির ‘রিঅ্যাক্ট’ করা পোস্টে অনুষ্কাকে ট্যাগ করে দেন। পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে বুঝে সমাজমাধ্যমে ব্যাখ্যা দিতে বাধ্য হলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তিনি লিখেছেন, ‘‘ফিড পরিষ্কার করার সময় অ্যালগোরিদমের জন্য ভুল করে কিছু একটা ঘটে গিয়েছে। এর পিছনে আমার অন্য কোনও উদ্দেশ্য ছিল না। সকলকে অনুরোধ, এই বিষয়টি নিয়ে অকারণ চর্চা বন্ধ হোক। আশা করি বিষয়টি সকলে বুঝতে পারবেন। ধন্যবাদ।’’

কোহলি বোঝাতে চেয়েছেন, ইচ্ছা করে স্ত্রীর জন্মদিনে অন্য অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ দেননি। বিষয়টি অনবধানতাবশত ঘটে গিয়েছে। কোহলির ব্যাখ্যা অবশ্য অনেককে সন্তুষ্ট করতে পারেনি। তাঁরা বিষ্ময় প্রকাশ করে বলেছেন, অ্যালগোরিদম বেছে বেছে কি অবনীতের ছবিই খুঁজে পেল? সাধারণ ভাবে সমাজমাধ্যমে তেমন সক্রিয় নন কোহলি। অথচ আইপিএলের মাঝে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে জড়িয়ে পড়লেন বিতর্কে।

আইপিএলে বেশ ভাল ফর্মে রয়েছেন কোহলি। এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ৪৪৩টি ম্যাচ খেলেছেন তিনি। গড় ৬৩.২৯। স্ট্রাইক রেট ১৩৮.৮৭। ছ’টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। কমলা টুপির দৌড়ে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.