Virat Kohli, BGT 2023: শুভমনের পর, বিরাটের বহু প্রতীক্ষিত শতরানের দিকে তাকিয়ে টিম ইন্ডিয়া

 শেষ পর্যন্ত তিন বছরের খরা কি কাটবে? ৫৯ রানে অপরাজিত থাকা বিরাট কোহলি (Virat Kohli) কি তাঁর বহু প্রতীক্ষিত শতরানের মুখ দেখতে পারবেন? আশায় রয়েছে আসমুদ্র হিমাচল। এর আগে অবশ্য চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) আহমেদাবাদ টেস্ট জমিয়ে দিলেন শুভমন গিল (Shubman Gill) ও কিং কোহলি। গিলের শতরান এবং বিরাটের অর্ধ শতরানের উপর ভর করে ধীর গতিতে এগোচ্ছে ভারত। তৃতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার (Team India) স্কোর ৩ উইকেটে ২৮৯ রান। আপাতত ভারত পিছিয়ে ১৯১ রানে।

দ্বিতীয় দিনের শেষে ভারত পিছিয়ে ছিল ৪৪৪ রানে। টিম ইন্ডিয়ার স্কোর ছিল বিনা উইকেটে ৩৬ রান। সেখান থেকে গোটা তৃতীয় দিনে ভারত মাত্র ৩টি উইকেট খোয়াল। সেই তিনজন হলেন রোহিত শর্মা (Rohit Sharma), শুভমন এবং চেতেশ্বর পুজারা (Cheteshwar Paujara)। এরা সকলেই কমবেশি শুরুটা ভাল করেছিলেন। তবে রোহিত এবং পুজারা সেই ভাল শুরুটাকে কাজে লাগাতে পারেননি। তবে তরুণ শুভমন সেটাকে কাজে লাগালেন। 

প্রায় তিন মাসের মাথায় টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় শতরানের মুখ দেখলেন শুভমন। গত বছর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১০ রান করেছিলেন পঞ্জাব তনয়। এবার চলতি সিরিজের টেস্টে শতরান করলেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার। ১৯৪ বলে শতরান পূর্ণ করলেন ২৩ বছরের শুভমন। টড মারফিকে ফাইন লেগের উপর দিয়ে চার মেরে তিন অংকের রানে পৌঁছে যান তিনি। এরপর ২৩৫ বলে ১২৮ রানে থামলেন তিনি। মারলেন ১২টি চার ও ১টি ছক্কা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.