দু’দল কয়েদির সংঘর্ষে রক্তাক্ত হল দিল্লির তিহাড় জেল। শুক্রবার বিকেলে তিন নম্বর সেলে ওই সংঘর্ষের ঘটনায় এক সাজাপ্রাপ্ত বন্দিকে কুপিয়ে খুন করা হয়। ছুরির আঘাতে জখম হন আরও এক জন।
ঘটনাচক্রে, সংঘর্ষস্থলের পাশে দু’নম্বর সেলেই বন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়াল। অদূরে সাত নম্বর সেলে অনুব্রত মণ্ডল। তিহাড় কর্তৃপক্ষ সূত্রের খবর, নিহত বন্দি দিল্লির শাকুরপুর এলাকার বাসিন্দা দীপক কারাগারে রন্ধনশালার কাজ করত। একটি খুনের মামলায় তার যাবজ্জীবন জেলের সাজা হয়েছিল।
দীপকের উপর হামলাকারী আব্দুল বশির আফগানিস্তানের বাসিন্দা বিচারাধীন বন্দি। জেলের খাবারের মান নিয়ে বচসার জেরেই বশির ও তাঁর সঙ্গীরা দীপক-সহ কয়েক জনের উপর চড়াও হয়েছিলেন বলে খবর। জেলের ভিতর কী ভাবে বশিরের হাতে ছুরি এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে শনিবার জানান দিল্লির ডিজি (কারাবিভাগ) সঞ্জয় বেনীওয়াল। প্রসঙ্গত, গত বছর এপ্রিলে তিহাড় জেলে ওই তিন নম্বর সেলেই ছুরি মেরে খুন করা হয়েছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য প্রিন্স তেওয়াতিয়াকে!