দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক যুবক, প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের। ঘটনাটি নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটা সলুয়া গ্রামের।
জানা যায়, গতকাল রাতে আড়ংঘাটার সলুয়া মালোপাড়ায় মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন বছর ২৬-এর রাজীব বিশ্বাস। সলুয়া ব্রিজের কাছে রাজীবকে কয়েকজন দুষ্কৃতী পথ আটকায়, তারপর মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে নিয়ে যায় আড়ংঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রাজীব। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে রানাঘাট থেকে আড়ংঘাটা যাওয়ার রাস্তায়, সলুয়া গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
বিক্ষোভকারীদের দাবি, গত দুর্গা পুজোয় প্রতিমা নিরঞ্জনের সময় মহিলাদের ওপর অভব্য আচরণের প্রতিবাদ করেছিল রাজীব। তারই জেরে পুরনো শত্রুতার কারণে রাজীবকে একা পেয়ে মারধর করে দুষ্কৃতিরা।
আজ সকাল ৯ টা থেকে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। পরে পুলিশের আশ্বাসে এক ঘন্টা ধরে চলা রাস্তা অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।