রাস্তার কাজ বন্ধ করে দিয়ে পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ইছাপুর এক নম্বর পঞ্চায়েতের হাটখোলা এলাকায়। অভিযোগ, ওই গ্রামে মাত্র সাড়ে তিন কিলোমিটার রাস্তা বেহাল। বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি। দোরগোড়ায় পঞ্চায়েত ভোট। তাই প্রধান মাত্র ৩০০ মিটার রাস্তা সংস্কার করার জন্য লোকজন পাঠিয়েছে। গ্রামবাসীদের দাবি, সম্পূর্ণ সাড়ে তিন কিলোমিটার রাস্তার কাজ হলে তবেই কাজ করতে দেব।
স্থানীয় সূত্রের খবর, গাইঘাটার ইছাপুর এক নম্বর পঞ্চায়েতের হাটখোলা এলাকায় বাইশা শনি মন্দির পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা রয়েছে। যা বর্তমানে পুরোই ভগ্ন দশায়। প্রায় পঞ্চাশ বছর ধরে ওই রাস্তার কোনো কাজ হয়নি। ফলে দিনের বেলায় মোটর ভ্যান ও অটো চলাচল করলেও সন্ধ্যায় ওই রাস্তায় গাড়ি চালাতে চান না কেউ। ফলে সমস্যায় পড়েন এলাকাবাসীরা। এই রাস্তাটি সারাইয়ের দাবিতে বেশ কয়েকবার অবরোধ করে গ্রামবাসীরা। পঞ্চায়েতের সামনে বিক্ষোভও দেখানো হয়। প্রশাসনিক কর্তারা কথা দিয়েছিলেন, কিন্তু আজও হয়নি। সামনেই ভোট তাই লোক দেখানো ৩০০ মিটার রাস্তা সংস্কার করতে গ্রামে এসেছে প্রধান। ভোটের পর এই প্রথমবার গ্রামে দেখা গেল প্রধানকে। ভোটের রাজনীতি করছে তৃণমূল প্রধান শঙ্করী পাল।
ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শংকরী পাল বলেন, প্রশাসনের বাইরে আমরা কোনো কাজই করতে পারি না। ৩০০ মিটার কাজ করার জন্য টাকা এসেছে তাই রাস্তার সামনের দিক থেকেই সংস্কারের কাজ করতে হবে। তবুও আমি চেষ্টা করছি যতটা করা যায়।