দূষণে ওষ্ঠাগত প্রাণ, চালকলের দূষিত জলের ফলে বিঘে বিঘে চাষের জমির ক্ষতি হচ্ছে। এলাকার পানীয় জলে দুর্গন্ধ ছড়াচ্ছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার জলেশ্বর বাঘনা এলাকার চালকলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার কৃষক ও গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাষিদের অভিযোগ, চালকলে ব্যবহারের পর পচা বর্জ্য জল পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী সেচ ক্যানেলে ও জমিতে ছেড়ে দেওয়া হচ্ছে। ফলে এলাকার পরিবেশে ক্ষতি হচ্ছে। কৃষিজমিতে মিলের ছাই উড়ে এসে ধানের ফলনে ব্যাঘাত ঘটেচ্ছে। শুধু তাই নয় আশেপাশের বাড়িতে কলের পানীয় জল থেকেও বেরোতে শুরু করেছে দুর্গন্ধ। যার ফলে পান করবার অযোগ্য হয়ে উঠেছে পানীয় জল। এর প্রতিবাদে এলাকার মানুষ সোচ্চার হয়ে এক সঙ্গে প্রতিবাদে নামে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে। পুলিশ মিলের মালিকের সঙ্গে কথা বলে। মালিক পক্ষ জানিয়েছে, আগামীতে যাতে এই জল কোনো জমিতে না যায় তা লক্ষ্য রাখবেন।