চিরাচরিত প্রথা মেনে বিশালাক্ষী মাতার পুজোর দিন রান্নার আয়োজন করলেন গ্রামের প্রতিটি পরিবার। প্রাচীন কাল থেকেই চলে আসছে এই প্রথা। চন্দ্রকোনার এক নম্বর ব্লকের রামজীবনপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দেওপুর গ্রামে রয়েছে বিশালাক্ষী মাতার মন্দির। আজ বিশালাক্ষী মাতার পুজো উপলক্ষে মন্দিরের পাশে প্রত্যেক গ্রামবাসী রান্নাবান্নার আয়োজন করেন এবং আত্মীয়-স্বজনদের নিয়ে খাওয়া দাওয়া করেন।
প্রাচীন রীতি মেনেই মাটির উনান তৈরি করে সেই উনানে রান্নাবান্না করেন গ্রামের মানুষজন। আজকের পদগুলি ছিল আমড়া দিয়ে টকের ডাল, তিল ও আমড়া দিয়ে আলু পোস্ত, শাক ভাজাসহ বিভিন্ন তরিতরকারি। বিশালাক্ষী মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করেন গ্রামের বাসিন্দারা। সেই মতোই আজ এই রান্নার অনুষ্ঠানে মেতে উঠলেন গ্রামের ৮ থেকে ৮০ সকলে।