দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, জলপাইগুড়ি’র জুবলি পার্ক থেকে তিস্তার ৯ নম্বর স্পার পর্যন্ত পাকা রাস্তার কাজের শিলান্যাস হল মঙ্গলবার। খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্তর্গত তিস্তা পাড়ের সারদা পল্লি সহ আশপাশের বাসিন্দারা দীর্ঘদিন থেকে বাঁধের রাস্তা সংস্কারের দাবি তুলে যাচ্ছিলেন। বেশ কয়েকবার আন্দোলনে নেমেছিলেন গ্রামবাসীরা। বেহাল রাস্তার কারণে সবচেয়ে বেশি সমস্যা হতো বর্ষার সময়। রাস্তার মাঝে বড় বড় গর্ত থাকায় দুর্ঘটনা হত। অবশেষে জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মার উদ্যোগে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামউন্নয়ন দফতরের তরফে প্রায় সাড়ে তিন কিমি বাঁধের রাস্তার কাজ শুরু হল এ দিন।
প্রায় এক কোটি ১২ লক্ষ ৬২ হাজার টাকা ব্যায়ে রাস্তার সংস্কার করা হচ্ছে। প্রায় ৪০ বছর পর এই রাস্তার কাজ হচ্ছে বলে খুশি গ্রামবাসীরা। এ দিন মঞ্চ করে পুজো করে জুবলি পার্ক এলাকায় বাসিন্দাদের উপস্থিতিতে রাস্তার কাজের সূচনা হয়। উপস্থিত ছিলেন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কানন অধিকারী ও উপপ্রধান সুভাষ চন্দ্র। এছাড়া পঞ্চায়েতের সদস্য ও সদস্যারা।
বিধায়ক জানিয়েছেন, বহুদিনের দাবি ছিল। সেই দাবি পূরণ করা হল রাস্তার কাজের মধ্য দিয়ে।”