ইংল্যান্ডের ছোটদের দলের নেতৃত্বে ভনের ছেলে, বাবার মতোই দেশকে সাফল্য দিতে চান আর্চি

ইংল্যান্ডের ক্রিকেট দলের নেতৃত্বে আবার এক ভন। তিনি অবশ্য মাইকেল ভন নন। ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হলেন আর্চি ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কেরই ছেলে তিনি। বাবার মতোই দেশকে সাফল্য এনে দিতে চান ২২ গজের লড়াইয়ে।

বাবার মতো নেতৃত্ব দেওয়ার সহজাত দক্ষতা রয়েছে আর্চিরও। সমারসেটের হয়ে তাঁর পারফরম্যান্সও বেশ ভাল। তাই অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আর্চির কাঁধে। তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ডে অনূর্ধ্ব ১৯ দলের দক্ষিণ আফ্রিকা সফর। তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি বেসরকারি টেস্টে মুখোমুখি হবে দু’দেশের ছোটদের দল।

সতীর্থদের সামনে নিজেকে উদাহরণ হিসাবে তুলে ধরতে চান জুনিয়র ভন। তিনি বলেছেন, ‘‘বড়দিনের আগে প্রস্তুতি শিবিরে একটা আভাস পেয়েছিলাম। আমার ক্রিকেটজীবনে এটা বিশেষ মুহূর্ত। এই পর্যায়ে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারাটাই বড় ব্যাপার। তার সঙ্গে দলের নেতৃত্ব পাওয়ার অনুভূতি দুর্দান্ত।’’ তিনি আরও বলেছেন, ‘’১২ মাস আগেও যদি আমাকে কেউ বলত, সমারসেটের প্রথম একাদশে সুযোগ পেয়েছি বা ইংল্যান্ডের নেতৃত্ব পেয়েছি, তা হলে বিশ্বাস করতাম না। সব কিছুই বেশ দ্রুত ঘটে গেল। আমি মাটিতে পা রেখে এগোতে চাই। আরও পরিশ্রম করতে চাই।’’

আর্চি বাবার মতো ব্যাটার নন। তিনি অলরাউন্ডার। চলতি মরসুমে সমারসেটের হয়ে চারটি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৩৩.৭১। বল হাতে নিয়েছেন ১৫টি উইকেট। দু’বার পাঁচ উইকেট পেয়েছেন তরুণ অফস্পিনার। গত মে মাসে প্রথম পেশাদার ক্রিকেটে নাম লেখান তিনি। প্রথম বছরেই সাফল্য পেয়েছেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। সমারসেটের হয়ে ৫০ ওভারের ম্যাচও খেলেছেন।

উল্লেখ্য, ইংল্যান্ডকে ৫১টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ভন। অধিনায়ক হিসাবে জয় পেয়েছিলেন ২৬টি টেস্টে। তাঁর নেতৃত্বে ২০০৫ সালে অ্যাশেজ় সিরিজ় জিতেছিল ইংরেজেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.