Vande Bharat Express: প্রতি মাসে চালু হবে ৪টি নতুন বন্দে ভারত, রেলের পরিকল্পনা ছুটছে এক্সপ্রেস গতিতে

1/5বর্তমানে এই ট্রেনের বোগি তৈরির বরাত রয়েছে চেন্নাইয়ের ‘ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি’র কাছে। অগস্টের মধ্যে দু’টি বন্দে ভারত ট্র্যাকে নামাতে পারলে এই সংস্থা আগামী বছরের অগস্টের মধ্যে আরও ৭৫টি বন্দে ভারত ট্রেন তৈরি করে ফেলবে বলে আশা করা হচ্ছে। 

2/5বর্তমানে নয়াদিল্লি থেকে বারাণসী এবং নয়াদিল্লি থেকে বৈষ্ণোদেবী পর্যন্ত দু’টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে। আগস্টের মধ্যে আরও দু’টি ট্রেন ট্র্যাকে নামবে বলে গত শুক্রবারই আশা প্রকাশ করে রেল কর্তৃপক্ষ।

3/5শনিবার ন্যাশনাল রেলওয়ে পুরষ্কার অনুষ্ঠান চলাকালীন বৈষ্ণব বলেছিলেন, ‘আমরা রেলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সংকল্প করেছি। রেলকে আমরা বিশ্বি মানের করব। সেপ্টেম্বর থেকে প্রতি মাসে ৪ থেকে ৫টি বন্দে ভারত ট্রেনকে ফ্ল্যাগ অফ করা হবে (চালু করা হবে) এবং বুলেট ট্রেনের জন্যও কাজ চলছে৷’

4/5এদিকে বন্দে ভারতের চাকা নিজেরাই তৈরি করবে ভারতীয় রেল। বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় সেগুলি তৈরি করা হবে। এর আগে যুদ্ধে আবহে ইউক্রেনে আটকে গিয়েছিল মোদীর স্বপ্নের বন্দে ভারতের চাকা! উল্লেখ্য, এই ট্রেনের চাকা তৈরির বরাত দেওয়া হয়েছিল এক ইউক্রেনীয় সংস্থাকে। তবে সেই চাকার ডেলিভারি নেওয়ার আগেই রাশিয়া হামলা করে দেয় ইউক্রেনে। ফলে আটকে পড়ে ভারতের অর্ডার করা সেই চাকাগুলি। এই আবহে সড়কপথে রোমানিয়া এনে ১২৮টি চাকা ভারতে নিয়েও আসা হয়েছিল।

5/5এমন পরিস্থিতিতে স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। এই আবহে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় দ্রুতগামী বন্দে ভারতের চাকা উত্পাদন করা হবে। এই কারখানাটিই এতদিন এই আমদানিকৃত চাকার জন্য অ্যাক্সেল তৈরি করত। তবে এবার এরাই বন্দে ভারতের চাকা তৈরি করবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.